Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপদ আবাসনের নতুন ঠিকানা গেটেড কমিউনিটি

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশের শহরাঞ্চলের বেশিরভাগই মাত্রাতিরিক্ত জনসংখ্যাবহুল হয়ে পড়েছে। অপরিকল্পিতভাবে বাসস্থান ও বাণিজ্যিক স্থাপনার অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে আমাদের। প্রতিনিয়ত ভ‚মিকম্পে ভবন ধসের মতো ঝুঁকির মধ্যে বাস করতে হচ্ছে। আর এ ঝুঁকির আশঙ্কা সত্যিতে পরিণত হলে মৃত্যুক‚পে পরিণত হবে আমাদের এ নগর, এ দেশ। নিরাপদ আবাসন, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও জীবনের নিরাপত্তা এসব কিছু একসাথে পাওয়া এখন স্বপ্নের মতো। আধুনিক সুযোগ-সুবিধাসহ শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য একটি ঠিকানা এখন খুঁজে পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে গেছে। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের চাহিদা ও আপ্রাণ চেষ্টা থাকা সত্তে¡ও একটি নিশ্চিত ঠিকানা খুঁজে পেতে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। এ সমস্যার আশু সমাধান অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।
আবাসনের এ সমস্যা নিরসনে বিশ্বজুড়েই জনপ্রিয় হয়ে উঠেছে গেটেড কমিউনিটি। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে অনেক আগেই গেটেড কমিউনিটি প্রকল্প চালু করা হয়েছে। এমনকি এশিয়ার সর্ববৃহৎ গেটেড কমিউনিটি বাহরিয়া টাউন পাকিস্তানে অবস্থিত। এশিয়ার অন্যান্য দেশে সফলতার পর বাংলাদেশেও চালু হয়েছে গেটেড কমিউনিটি প্রকল্প। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক। গেটেড কমিউনিটি ধারণা বিশ্বে এতো অল্পসময়ে কিভাবে এতো জনপ্রিয়তা অর্জন করে নিল? এর উত্তর মেলে যুক্তরাষ্ট্রের এউইং অ্যান্ড অ্যাসোসিয়েশনের রিয়েল স্টেট প্রতিনিধি জেফারি বিবাইকের কথায়। তার মতে ব্যক্তিগত সুরক্ষা ও গোপনীয়তা, সার্বক্ষণিক নিরাপত্তা এবং মর্যাদা বিশ্বজুড়ে গেটেড কমিউনিটির এতো জনপ্রিয়তা পাওয়ার কারণ। তার উওরের সূত্র ধরে বলতে হয় আমাদের ব্যস্ত জীবনে সকল ঝঞ্ঝাট ও নাগরিক কোলাহল থেকে দূরে সবুজের মাঝে থাকার ক্ষেত্রে এক অভ‚তপূর্ব সমাধান গেটেড কমিউনিটি। চারিদিকে সবুজ খোলা জায়গা, বাচ্চাদের খেলার মাঠ, অবসরযাপন কেন্দ্র, শপিংমল ও বাচ্চাদের স্কুলসহ বর্তমান সময়ে প্রয়োজনীয় সকল নাগরিক সুবিধা হাতের নাগালে নিয়ে এসেছে গেটেড কমিউনিটি। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপদ আবাসনের নতুন ঠিকানা গেটেড কমিউনিটি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ