Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

টুইটার ছাড়া ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারতেন না : সাশা ব্যারন কোয়েন

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১২:০৫ এএম

সাশা ব্যারন কোয়েন জানিয়েছেন তিনি মনে করেন না টুইটারের সমর্থন ছাড়া ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারতেন। অভিনেতা-লেখকটি বলেছেন মাইক্রোব্লগিং সাইটটি এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডর্সি ‘শ্বেত আধিপত্যবাদী ও বর্ণবাদীদের’ বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। “টুইটার ছাড়া ট্রাম্প সম্ভবত প্রেসিডেন্ট হতে পারতেন না। সে জন্যই জ্যাক ডর্সি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তিনি এখন প্রেসিডেন্টের বিপরীতে নিয়মিত বসছেন, যে তার প্রতিষ্ঠানের সেলিব্রিটি উপদেষ্টা। আর জ্যাক ডর্সি এবং তার কোম্পানি শ্বেত আধিপত্যবাদী ও বর্ণবাদীদের বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা আরোপ করতে পারেনি...
“তারা যদি বর্ণবাদীদের বাদ দিত তাহলে টুইটারের সাবস্ক্রাইবার কমে যেত। তাই তিনি দাবী করতেই পারেন, ‘ও আমি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, আর অবশ্যই আমি কারও বিরুদ্ধে পক্ষপাত করব না,’ বাস্তবতা হল, এই সমাজে, আমার বা আপনার মত জনতাকে যারা শুধু আমাদের ত্বকের বর্ণ ভিন্ন বলে, বা ভিন্ন জাতের বলে অথবা আমরা ভিন্ন বলে হত্যা করে তাদের বিরুদ্ধে আমরা পক্ষপাতী হতে চাই,” ভ্যারাইটি স্টুডিওর ‘অ্যাকটর্স অন অ্যাকটর্স’ অনুষ্ঠানে ব্যারন কোয়েন ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ তারকা ডন চিডলকে বলেন। “আমরা এখন এমন এক সমাজে এমন ধারণা নিয়ে বাস করছি- যেখানে আমরা বড় হই, সেখানে সমাজ আরও উন্নত হচ্ছে কালো মানুষ পুরো অধিকার পাচ্ছে, তারা ভোট দিতে পারে, ভিন্ন হলেও মানুষ সমান অধিকার লাভ করছে, এসব ধারণা এখন অদৃশ্য হয়ে যাচ্ছে,” ‘বোরাট’ তারকাটি বলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ