রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাওনা টাকা ফেরত না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন জনৈক এ্যাড. সুব্রত রায়।
গতকাল শুক্রবার এ্যাড. সুব্রত রায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন উপজেলার ঘগোয়া গ্রামের ফয়জার রহমান ডলারের ছেলে মেহেদী হাসান নিলয় ব্যবসায়িক প্রয়োজনে গত ২০১৭ সালের ১০এপ্রিল তার নিকট থেকে ১৫ লাখ টাকা ধার নেয়। উক্ত টাকা ৬ মাসের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও তা প্রদান না করে ১৫ লাখ টাকা লিখে স্বাক্ষর করে চেক প্রদান করেন। চেকটি ডিজ অনার হয়। পরে ২০১৮ সালের ২৮ ফেব্রæয়ারী একজন আইনজীবীর মাধ্যমে নিলয়কে লিগ্যাল নোটিশ প্রদান করেও পাওনা টাকা ফেরত না দিয়ে টাল বাহানায় করেন। এছাড়া নিলয় চেকের টাকা বুঝিয়ে দিয়ে আপোষ মিমাংসার মিথ্যা আশ্বাস দিয়ে কালক্ষেপন করতে থাকলে বাধ্য হয়ে ২০১৮ সালের ৭ অক্টোম্বর বিজ্ঞ আমলী আদালত সুন্দরগঞ্জ, গাইবান্ধায় দ:বি:৪০৬/৪২০ ধারায় সি.আর ৩৭৫/১৮ নং মোকদ্দমা দায়ের করেন। জীবন নাশের হুমকি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।