Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পানিসম্পদ প্রতিমন্ত্রীর সন্ধ্যা নদীর ভাঙন এলাকা পরিদর্শন

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১২:০৫ এএম

বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ)জাহিদ হোসেন ফারক শমীম এমপি এবং বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিমন্ত্রী সন্ধ্যা নদীর শিকারপুর থেকে স্পীড বোর্ডে নদীর দু’পারের মীরের হাট, জিরাকাঠী, স্বর্নিভর খাল, দাসের হাট, কালির বাজার, তালাপ্রসাদ, গোইল বাড়ী, খেজুর বাড়ী, দিদিহার, নলশ্রী, শিয়ালকাঠী এলাকা পরিদর্শন সহ ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। নদী ভাঙ্গন পরিদর্শন শেষে বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, দেশের ৮০ভাগ ভাঙ্গন কবলিত। রাতারাতি তা ফিরানো সম্ভব নয়। তবে অতি জন গুরুত্বপূর্ন এলাকাকে প্রধান্য দিয়ে বানারীপাড়া অঞ্চলের ভাঙ্গন রোধের জন্য ব্যবস্থা নেয় হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ