রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে রাসেল আলী (২০) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছে। গতকাল বুধবার ঈদের দিন সন্ধায় এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত রাসেল নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ভিতরভাগ গ্রামের শরিফুল ইসলামে ছেলে। জানাগেছে, বুধরবার ঈদের দিন সন্ধায় মোটরসাইকেল যোগে রাসেল ও তার গ্রামের চকিদার তাইজুর ইসলাম পিন্টুকে নিয়ে পুঠিয়া উপজেলার কৈপুকুরিয়া গ্রামের তার খালুর বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে মধ্যে জয়রামপুর গোরস্থানের কাছে পৌছানো মাত্রই রাসেলের প্রতিপক্ষ জয়রামপুর গ্রামের মৃত রহমান শেখের ছেলে মুহিত ও তার বড় ভাই মহসিন মোটরসাইকেলের গতি রোধ করে তাদেরকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাসেলকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে সড়কের পার্শ্বে ফেলে রেখে পালিয়ে যায়। সেসময় তাদের আতœ চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে বাগাতিপাড়া থানা অফিসার ইনচর্জ সিরাজুল ইসলাম জানান, এখনো অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।