বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে এক তরুণকে হত্যার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নুরুজ্জামান জানান, সোমবার রাত ১২টার দিকে সদর হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া (২৪) জেলা শহরের সরকারপাড়া মহল্লার বেপারীপাড়ার রতন মিয়ার ছেলে। তার এক স্বজনের স্বামীর পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, বেপারীপাড়ার জসিম উদ্দিসের সঙ্গে এক নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। এতে জসিমের সঙ্গে তার স্ত্রীর দ্বন্দ্ব বাধে। পরিবারে অশান্তি দেখা দেয়। এর জেরে জসিমের পরিবারের সদস্যরা ও তার স্ত্রীর বাবার বাড়ির সদস্যরা ওই হাসপাতালের সামনে বাগবিতণ্ডায় জড়ান সোমবার রাতে। এ সময় জসিমের স্বজনরা কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করেন। আর সাগরকে ছুরি মারা হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সাগর ছিলেন জসিমের স্ত্রীর আত্মীয়।
এছাড়া আরও চারজন আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে তারা জানান।
পরিদর্শক নুরুজ্জামান বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে ছয়জনকে আটক করা হয়েছে। তবে পুলিশ এখনও লিখিত অভিযোগ পায়নি।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।