পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পবিত্র মাহে রমজান শেষে খুশীর ঈদ। প্রচন্ড খরতাপে রোজা রাখা, নিয়মিত নামাজ আদায়সহ তারাবি ও জুমার আদায় করতে মোটেও ক্লান্ত হননি ধর্মপ্রাণ মুসলমানরা। টানা একমাস সিয়াম সাধনার পর এখন ঈদ আয়োজন চলছে ধনী গরীব সবার ঘরে ঘরে। বিশেষ করে ঈদের নামাজ আদায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মানুষ। প্রতিটি নগর ও শহরের পাড়া মহল্লা, মোড়ে মোড়ে এবং গ্রামে গ্রামে ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের যাবতীয় প্রস্ততি চলছে জোরোশোরে।
দৈনিক ইনকিলাবের ব্যুরো ও আঞ্চলিক অফিস থেকে পাঠানো ঈদের জামাতের খবরে যাবতীয় প্রস্ততি ও ঈদ আনান্দ ঘরে ঘরে এর চিত্র ফুটে উঠেছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে ঈদুল ফিতর উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায়। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে প্রধান জামাত হবে সকাল ৮টায়। লালদীঘি শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল সোয়া ৮টায়। প্রাকৃতিক দূর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মাঠের পরিবর্তে স্ব স্ব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও ৪১টি ওয়ার্ডে সর্বমোট ১৬৪টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
উল্লেখযোগ্য ঈদ জামাতের স্থানগুলো হলো- শেখ ফরিদ (রঃ) চশমা জামে মসজিদ ঈদগাহ ময়দান, গরীবুল্লাহ শাহ (রঃ) মাজার সংলগ্ন ঈদগাহ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, কোরবানীগঞ্জ জামে মসজিদ, সিটি কর্পোরেশন সুগন্ধা জামে মসজিদ, খোশাল শাহ ঈদগাহ ময়দান, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনী প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রঃ) দরগাহ মসজিদ ময়দান, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া হাই স্কুল মাঠ, সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, খতিবের হাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা ময়দান, নাসিরাবাদ সরকারী স্কুল ময়দান, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদরাসা ময়দান, কালুরঘাট ইস্পাহানী জুট মিল জামে মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান, রেলওয়ে পলোগ্রাউন্ড, প্যারেড ময়দান, মেডিকেল কলেজ মসজিদ ময়দান, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), সাংবাদিক হাউজিং সোসাইটি জামে সমজিদ, স্টেশন রোড জামে মসজিদ ময়দান, কলেজিয়েট হাই স্কুল ময়দান, হযরত শাহ ছুফী আমানত (রঃ) মসজিদ ময়দান, বায়তুশ শরফ ধনিয়ালাপাড়া, জেএমসেন স্কুল এন্ড কলেজ মাঠ, ফিরিঙ্গীবাজার, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদ, বিডিআর মাঠ হালিশহর।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে মহানগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় । তবে আবহাওয়া বৈরী হলে একই সময় প্রধান জামাত হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মুহাম্মদপুর টিকাপাড়া ঈদগাহ ময়দানে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকাল ৭টায় ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মুহাম্মদপুর টিকাপাড়া ঈদগাহ ময়দানে আরো একটি দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। প্রতিক‚ল আবহাওয়ার কারণে টিকাপাড়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত না হলে তামীরের চক মসজিদে উল্লিখিত সময়ে ঈদের জামাত জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য স্থানে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বৈরি আবহাওয়া বিরাজ করলে মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। রাজশাহী সিটি করপোরেশন, ইসলামিক ফাউন্ডেশন ও রাজশাহী শাহমখদুম দরগা ট্রাস্ট এবং স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নগরীতে প্রথম ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় নগরীর নওদাপাড়া আমচত্তর আহলে হাদীস আন্দোলন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
এছাড়াও নগরীর সাহেব বাজার বড় রাস্তা, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদ, রানীবাজার রাস্তা, সাগরপাড়া বটতলা রাস্তা, মালোপাড়া হাফেজিয়া ম্রাদাসা, লোকনাথ স্কুল চত্তর, বুলনপুর ঈদগাহ, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ এবং বালিয়াপুকুর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বশরী ঈদগাহ, কাঠালবাড়ীয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, সাতবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১নং ঈদগাহ, পাঁচানী ঈদগাহ মাঠ সাতবাড়িয়া ঈদগাহ, বিনোদপুর আহলে হাদীস জামে মসজিদ, শহীদবাগ জামে মসজিদ, মেহেরচন্ডি বুধপাড়া কেন্দ্রীয় ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ, তালাইমারী বাজার ঈদগাহ, খাদেমুল ইসলাম স্কুল এন্ড কলেজ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কাজলা ঈদগাহ, ডাঁশমারী পূর্ব পাড়া ঈদগাহ, সপুরা শাহী জামে মসজিদ এবং বিএডিসি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ, মালদা কলোনী ঈদগাহ, শিরোইল স্কুল ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে শাহ সাহেবের খানকা শরীফে।
যশোর ব্যুরো জানায়, যশোরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহে। জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৮টায়। যশোর পৌরসভার পক্ষ থেকে ঈদগাহ ময়দানে ছাউনী দেওয়া হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে পুরো ঈদাগাহ মাঠ।
যশোরে পুলিশ লাইন মসজিদ এলাকা, নতুন খয়েরতলা হাইস্কুল মাঠ, চাঁচড়া ঈদগাহ, উপশহর ঈদগাহ, ডাকাতিয়া ঈদগাগ, হাসপাতাল মসজিদ, পুরাতন কসবা ঈদগাহ, মুড়লী ঈদগাহ, খড়কী ঈদগাহ, বেজপাড়া ঈদগাহ, বারান্দীপাড়া ঈদগাহসহ যশোর শহরের বিভিন্নস্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যশোর জেলার সবক’টি উপজেলা এবং ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্নস্থানে ঈদের জামাতের প্রস্ততি নেওয়া হচ্ছে। বেশীরভাগস্থানেই সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে ৯টায়ও বেশ কয়েস্থানে জামাত হবে।
নোয়াখালী ব্যুরো জানায়, পবিত্র ঈদুল ফিতরের জামাত উপলক্ষে নোয়াখালীর সর্বত্র মসজিদ ও ঈদগাঁহ ময়দানে ব্যাপক প্রস্তুতি চলছে। এর পাশাপাশি জেলা উপজেলা প্রশাসনের উদ্যোগেও ব্যাপক প্রস্তুতি চলছে। এবার নোয়াখালীর বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের জামাত সকাল ৮টা থেকে ৯টা নির্ধারণ করেছে স্ব স্ব মসজিদ ও ঈদগাঁহ কমিটি।
এবার নোয়াখালেিত ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে নোয়াখালী জেলা জামে মসজিদ, মাইজদী পৌর ঈদগাঁহ ময়দান, নতুন পুলিশ লাইন জামে মসজিদ, মাইজদী বাজার জামে মসজিদ, ওসমান মোক্তার জামে মসজিদ, উজ্বলপুর জামে মসজিদ, উত্তর ফকিরপুর জামে মসজিদ, দত্তেরহাট বাজার জামে মসজিদ, হযরত ছনখোলা দরবেশ সাহেব জামে মসজিদ, বদরীপুর হযরত ইয়াকুব নূরী জামে মসজিদ, সোনাপুর হযরত মাওলানা আবদুস সোবহান (বাড়ির হুজুর) জামে মসজিদ, সোনাপুর টুকু বকসী জামে মসজিদ, সোনাপুর নতুন বাজার জামে মসজিদ, চৌমুহনী জামে মসজিদ, বজরা শাহী জামে মসজিদ, এখলাসপুর হাফেজ মহিউদ্দিন (রহ.) জামে মসজিদসহ বিভিন্ন উপজেলায় জামে মসজিদ ও ঈদগাঁহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল ব্যুরো জানায়, দক্ষিণাঞ্চলের সর্ববৃহত ঈদ জামাত অণুষ্ঠিত হবে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে সকাল ১০টায়। দেশের বিভিন্ন এলাকা থেকে এ দরবার শরিফে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের লক্ষে ইতোমধ্যে জাকেরান ও আশেকান সহ মুসুিল্লয়ান সমবেত হতে শুরু করেছেন।
বরিশাল বিভাগীয় সদরে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মছজিদে সকাল সাড়ে ৮টা ও ১০টায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কেন্দ্রীয় জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে বরিশাল বায়তুল মোকাররাম মসজিদ ও পুলিশ লাইন্স মসজিদে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া চরমোনাই দরবার শরিফে সকাল সাড়ে ৯টায়, ঝালকাঠীর নেসারাবাদ দরবার শরিফে সকাল ৯টায়, এবং বরিশালের গুঠিয়ার বায়তুল আমান মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ছারছিনা দরবার শরিফ, বরগুনার মোকামিয়া দরবার শরিফ, পটুয়াখালীর হজরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ) দরবার শরিফ মসজিদ সমুহ ছাড়াও বরশাল মহানগরীর পাওয়ার হাউজ মসজিদ, আমানগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মসজিদ, বাজার রোড হজরত খাজা মঈন উদ্দিন চিসতি(রঃ) মাদ্রসা মসজিদ, ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসা মসজিদ, মারকাজ মসজিদ, করিমকুটির মসজিদ, ফষ্ট্রোর বাড়ী মসজিদ, বায়তুল মামুর মসজিদ, বটতলা হাজী উমর শাহ মসজিদ, বাংলা বাজার মসজিদ, আলেকান্দা মসজিদ, বগুড়া রোড মসজিদ সহ বিভিন্ন মসজিদে ঈদের প্রধান জামাতসমুহ অণুষ্ঠিত হবে।
বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় এবার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৯টায় । তবে ঈদের দিনে বৃষ্টি হলে কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৯টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। বগুড়ায় আহলে হাদিসের ঈদ জামাত এবার বগুড়ার জেলা স্কুল মাঠের পরিবর্তে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের পুর্বপাশের মাঠে অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়া বগুড়ার জামিল মাদ্রাসায় ঈদের নামাজের দুটি জামাতের একটি সকাল ৮টায় ও দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া বগুড়ায় ঠনঠনিয়া মাদ্রাসা মাঠ,মালতীনগর ঈদগাহ ময়দান, করনেশন স্কুল মাঠ, আটাপাড়া আল্লামিয়াতলা ঈদগাহ ময়দান, সরকারি আযিযুল হক কলেজ (পুরাতন ভবন) ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট ব্যুরো জানায়, ঈদের নামাজ ঈদগাহে বা ময়দানেই হয়ে থাকে, ইসলামের শুরুতেই নবী সা: আবাহাওয়া জনিত কারন ছাডা কখনই ময়দান বা ঈদগাহ ছাডা ঈদের নামাজ আদায় করেননি। ঈদগাহে ঈদের নামাজ, এর তেজ, আমেজ অনন্য উচ্চতায পৌঁছায় মুসলমানদের ঈদ উৎসবের। ভেদাভেদহীন এই আনন্দে সম্মিলন ঘটে প্রতিটি মুসলমানদের। দল বেধে ঈদগাহে যাওয়া নিয়ে চিরন্তন রীতিনীতি বিদ্যমান।
অন্যান্যবারের মতো শাহী ঈদগাহ সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাডে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে ওয়াজ করবেন জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান। এ জামাতে সিলেটের শীষ রাজনীতিবিদ সহ, সরকারের সহানীয় কর্মকর্তাগণ জামাত আদায়ে করে থাকেন। এতে করে শাহী ঈদগাহের ঈদ জামাত নিয়ে কৌতুহলী ভাবনার ঝড় উঠে সর্বত্র। এই ঈদগাহে ঈদ নামাজ এবার শরিক হচ্ছেন সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সৌদি আরবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গমনে কারনে জামাতে শরীক হতে পারছেন না বলে জানা গেছে।
দরগাহে হযরত শাহজালাল (রহ.) : দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা আছজাদ আহমদ।
খুলনা ব্যুরো জানায়, পবিত্র ঈদুল ফিতর উদযাপনে খুলনায় প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত হয়েছে ঈদগাহগুলো। সরকারি-বেসরকারির প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জারও আয়োজন করা হয়েছে। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
খুলনায় আবহাওয়া অনুকুলে থাকলে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে এবং দ্বিতীয় ও শেষ জামাত খুলনা টাউন জামে মসজিদে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।
আবহাওয়া প্রতিক‚ হলে টাউন জামে মসজিদে প্রথম ও প্রধান জামাত সকাল আটটায়, দ্বিতীয় জামাত নয়টায় এবং তৃতীয় ও শেষ জামাত ১০টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিক‚ হলে কোর্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় একটি জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদের নামাজের জামাত সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
দিনাজপুর আঞ্চলিক অফিস জানায়. দিনাজপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় গোর-এ শহীদ ময়দানে। এছাড়া ঈদগাহ মাঠ, সুইখারী ময়দানসহ বিভিন্নস্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ ব্যুরো জানায়, পবিত্র মাহে রমজানের বিদায়ে ঈদ আনন্দে মেতে উঠেছে ময়মনসিংহবাসী। ইতিমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুত করা হয়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠ।
ময়মনসিংহের জেলা প্রশাসক ড.সুভাস চন্দ্র বিশ্বাস জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগরীর ঐহিত্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠ প্রস্তুত করা হয়েছে। সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। এছাড়াও নগরীর বাকৃবি, কেওয়াটখালী সহ বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নেয়া হয়েছে।
গফরগাঁও উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঈমাম বাড়ি ঈদগাহ মাঠে সকাল ১০ টার দিকে । এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে রেল স্টেশন জামে মসজিদ, রোস্তম আলী গোলন্দাজ হাইস্কুল মাঠে সকাল ১০টা, গফরগাঁও পুরাতন বাস ষ্টেশন (গ্যাস অফিস সংলগ্ন ) সকাল ১০টার, শিলাসী রেলপাড় জামে মসজিদ সকাল সাড়ে ১০টার ও গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় দারুছ-ছুন্নাৎ নেছারিয়া আলিম মাদ্রাসা সংলগ্র কাজী বাড়ি জামে মসজিদে সকাল ১০টার দিকে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল ফিতরের প্রধান জামাত শহরের কাজীপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে শহরের মসজিদ রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া শহরের টেংকেরপাড় ঈদগাহ, সদর হাসপাতাল চত্বর, শেরপুর ঈদগাহ ময়দান, পুনিয়াউট আমির হামজা মসজিদ প্রাঙ্গন, ষ্টেডিয়াম মাঠ, ভাদুঘর ঈদগাহ ময়দান, ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসা এবং ফাটাপুকুর জামে মসজিদ, গোকর্ণ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত বিভিন্ন সময়ে অনুষ্টিত হবে। বৈরি আবহাওয়া থাকলে ওই সব এলাকার মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।