Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রীর ৬ ভরি স্বর্ণ ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১:১৪ পিএম

সিএনজিচালিত অটোরিকশায় পাওয়া ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন যাত্রীকে ফিরিয়ে দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আবুল মনছুর নামে এক চালক। গত রোববার বিকেলে ফেনী মডেল থানায় আনুষ্ঠানিকভাবে যাত্রীর কাছে স্বর্ণালংকার বুঝিয়ে দেওয়া হয়। চালক আবুল মনছুর ছাগলনাইয়া উপজেলার উত্তর সতের গ্রামের আবদুল কাদেরের ছেলে।পুলিশ সূত্র জানায়, দুপুরে ফেনী রেলওয়ে স্টেশন থেকে মহিপাল যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে কৃষ্ণ ভৌমিকের স্ত্রী মনিকা দেবীনাথ (৩২) ও বাপ্পী দেবনাথ। তারা অসাবধানতা বশত গাড়িতে ব্যাগের মধ্যে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন রেখে চলে যায়। পরে বিষয়টি তারা পুলিশ কন্ট্রোল রুমে জানায়। তবে এর কিছুক্ষণ পরেই চালক মনছুর মোবাইল ফোনের মাধ্যমে স্বর্ণালঙ্কারসহ টাকা পাওয়া বিষয়টি তাদের জানায়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজেদুল ইসলাম জানান, স্বর্ণ ও নগদটাকার প্রকৃত মালিকের কাছে সেগুলো হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ