Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শাহজালালে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:৩৮ পিএম

রাজধানীর শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘ড্যাশ-৮ কিউ ৪০০’ একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। এর পর কিছু সময় বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকে।


সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে সৈয়দপুরগামী বাংলাদেশ বিমানের ‘ড্যাশ-৮ কিউ ৪০০’ মডেলের ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি অবতরণ করে। তবে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সৈয়দপুরগামী বাংলাদেশ বিমানের ‘ড্যাশ-৮ কিউ ৪০০’ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণের অনুমতি চায়। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলরুম অনুমতি দিলে অবতরণ করে।

এ সময় অগ্নিনির্বাপক ব্যবস্থা প্রস্তুতসহ বিমানবন্দর রানওয়ে খালি করে রাখা হয়। অনুমতি পেয়ে সকাল ৯টা ২৫ মিনিটে এটি অবতরণ করার পর প্রায় ২৫ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা বন্ধ ছিল।

এ কারণে কয়েকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ফিরে গেছে। তবে ৯টা ৪৫ মিনিটে বিমানবন্দরের রানওয়ে প্লেন ওঠানামার জন্য খুলে দেয়া হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ