Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ ইবাদত ও আনন্দের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ইসলামে ঈদ ইবাদত ও আনন্দের। ঈদের মাধ্যমে বিশেষ বিশেষ ইবাদতের পূর্ণতা আসে। মুমিন-মুসলিমগণ ঈদের খুশিতে আল্লাহর নিয়ামতের প্রকাশ ঘটাতে পারে, ঈদ ইসলামী ভ্রাতৃত্বের প্রতীক হয়ে ওঠে এবং ঐক্য ও সংহতির পরিচয় হিসেবে পরিগণিত হয়। আল্লাহ তায়ালা পবিত্র খাদ্যদ্রব্য ও সৌন্দর্যময় পোশাকসম্ভার যা হালাল করেছেন, সেসব ভোগ করে ঈদে আল্লাহর বিশ্বাসী বান্দাগণ আনন্দে অবগাহন করে থাকেন। প্রথমে এই আনন্দ আল্লাহর ইবাদতের পূর্ণতার আনন্দ। সিয়াম সাধনার পূর্ণতার ঘোষণা ও স্বীকৃতি বিষয়ে মহান আল্লাহ বলেন, ‘আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদের সে হেদায়াত দিয়েছেন সেজন্য তাঁর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।’ ঈদুল ফিতর মুমিন হৃদয়ে পবিত্র আনন্দের ফল্গুধারা বইয়ে দেয়, ঈদে সবচেয়ে হৃদয়-মন ভরে দেয়া পবিত্র আনন্দ হলো ঈদের দিন প্রভাতে গোসল ও পরিচ্ছন্নতা অর্জন করে সুন্দর নতুন পোশাক পরে শরীরে খুশবু মেখে নারী-পুরুষ নির্বিশেষে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত গগন মুখরিত তাকবির পড়ে পড়ে ঈদগাহে গমনপূর্বক উন্মুক্ত ময়দানে ঈদের সালাত আদায় করা। শিশু-কিশোরেরা খেলাধুলা, হইচই ও আনন্দ উল্লাসে মেতে ওঠে। আবালবৃদ্ধবনিতা এবং নারী-পুরুষ নির্বিশেষে সুন্দর সাজসজ্জা, উন্নত খাবার-দাবার গ্রহণে উন্মুখ হয়ে ওঠে এই ঈদ আনন্দে। পাড়া-পড়শি ও আত্মীয়স্বজনের সাথে কুশল বিনিময় আর পারস্পরিক উপহার দেয়া-নেয়ায় ঈদে চার দিকে আনন্দ উপচে পড়ে। ঈদের এ আনন্দধারা প্রমাণ করে, ইসলাম শুধু ভাবগাম্ভীর্যের দ্বীনই নয়, বরং তাতে আনন্দ উল্লাসের স্থানও রয়েছে। এ দ্বীন কোনো অংশেই সঙ্কীর্ণতা দোষে দুষ্ট নয়, বরং তা উদার ও প্রাণচাঞ্চল্যে ভরপুর এক জীবনবিধান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ