বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনার টেবুনিয়ার সীড গোডাউনে কাজ করার সময় অ্যালুমিনিয়াম ফসফাইট কীটনাশকের গ্যাসীয় বিষক্রিয়ায় ২৫ জন শ্রমিক অসুস্থ্ হয়ে পড়েন। তাদের মধ্যে ১২জন জ্ঞান হারিয়ে ফেলেন । দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। টেবুনিয়া সীড গোডাউনের যুগ্ম পরিচালক আব্দুল হালিম ও অন্যরা দ্রুত তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের সহকারী পরিচালক ডা: মঞ্জুরা রহমান ও পাবনা জেনারেল হাসপাতাল, মেডিক্যাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও অপর স্টাফরা তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করলে ১০জনই পুরোপুরি সুস্থ্ হয়ে উঠেছেন এবং তারা হাঁটাচলা করতে পারছেন বলে ডা: মঞ্জুরা রহমান ইনকিলাবকে জানান। তিনি আরও জানান, এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক । তাদের ঢাকা অথবা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। সূত্র মতে, গত রবিবার বীজ সংরক্ষণের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইট সীড গোডাউনে রক্ষিত বীজে প্রয়োগ করা হয়। আজ (সোমবার) শ্রমিকরা গোডাউনে ঢুকলে গ্যাসীয় ক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। ২৫ জনের মধ্যে ১৩জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।