প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অবহেলিত মানুষদের পাশে বরাবরই দাঁড়ান চিত্রনায়িকা ববি হক। এবার মিরপুরের একটি এতিমখানায় দুঃস্থ ও এতিম শিশুদের সাথে সময় কাটালেন তিনি। তার সঙ্গে ছিলেন ঈদে মুক্তি প্রতিক্ষিত সিনেমা ‘নোলক’-এর পরিচালক-প্রযোজক সাকিব সনেট। শিশুদের মুখে তুলে খাইয়ে দেয়ার মধ্যে যে তৃপ্তি, তা লাখ টাকা দিয়েও কেনা যায় না বলে জানান ববি। নিজের সমাজসেবার বিষয়ে কখনোই সরব হতে চান না তিনি। ববি বলেন, আমার বাবা গত ৫ এপ্রিল আমাদের ছেড়ে চলে গেছেন। বাবাকে সারাজীবন দেখেছি মাসের শুরুতে তার উপার্জনের পুরোটা নিয়ে কখনো ঘরে আসতেন না। দারোয়ান, ড্রাইভার, দুস্থ, অসহায়-কাউকে না কাউকে কিছু দান করতেন। তিনি সবসময় অনাথ শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। তাদের খাইয়ে তৃপ্তিবোধ করতেন। বাবা বিশেষ দিনগুলোতে অনাথ শিশুদের সঙ্গে নিয়ে কাটাতে বলতেন। বাসায় তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। আমাদের উপদেশ দিতেন আমরা যেন এসব শিশুদের জন্য কিছু করি। বাবার সেই কথা আমি সবসময়ই মেনে চলার চেষ্টা করি। রমজান মাস শুরু হবার পর আমি প্রতি শুক্রবারই এই শিশুদের সঙ্গে সময় কাটাই। আমার পক্ষে যতটুকু সামর্থ্য, তা দিয়েই ওদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করি। সাকিব সনেট বলেন, আমরা কিছুই করিনি। তারপরও আমাদের দেখে প্রতিটি শিশুর চোখে-মুখে যে হাসির ঝিলিক দেখেছি তা অকৃত্রিম। এই হাসির লোভেই আমরা ওদের মত শিশুদের পাশে বারবার দাঁড়াতে চাই। সৃষ্টিকর্তা যেন আমাদের সেই তৌফিক দান করেন, এজন্য সবাই দোয়া করবেন। এই শিশুদের জন্য দোয়া করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।