প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১ আলাদিন
২ জন উইক : চ্যাপ্টার থ্রি- প্যারাবেলাম
৩ অ্যাভেঞ্জার্স : এন্ডগেম
৪ পোকেমন ডিটেকটিভ পিকাচু
৫ ব্রাইটবার্ন
ব্রাইটবার্ন
ডেভিড ইয়ারোভেস্কি পরিচালিত হরর ফিল্ম ‘ব্রাইটবার্ন’। ‘দ্য হাইভ’ (২০১৪) ইয়ারোভেস্কি পরিচালিত একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র; এটি ছাড়া তিনি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য এবং টিভি সিরিজের পর্ব পরিচালনা করেছেন।
কাইল ব্রেয়া (ডেভিড ডেনম্যান) একজন সাধারণ খামারী তরুণ। স্ত্রী টোরিকে (এলিজাবেথ ব্যাঙ্কস) নিয়ে শহরতলীতে থাকে। তাদের বড় আক্ষেপ এখনও তারা সন্তানের মুখ দেখেনি। এক রাতে পাশের বনে বিশাল কিছু পতনের শব্দে তারা ঘাবড়ে যায়। কৌতূহলী হয়ে দেখতে গেলে সেখানে তারা একটি শিশুকে কুড়িয়ে পায়। তারা তাকে সন্তান হিসেবে গ্রহণ করে। অন্য শিশুদের থেকে আলাদা হলেও তাকে তারা ভালবাসে। কিন্তু তার বয়ঃসন্ধির সময় তার কিছু ক্ষমতা আর আচরণ প্রকাশ পেতে থাকে। একসময় ব্রেয়ার দম্পতি বুঝতে শুরু করে তার এসব ক্ষমতা বিপজ্জনক ও ক্ষতিকর হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।