Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে ঈদ আনন্দ সমান হবে

মাওলানা ইসমাইল নূরপুরী

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৬ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা ইসামইল নুরপুরী বলেছেন, ধনীদের সম্পদে গরীবের হক রয়েছে। এই মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিত্তবানরা অসহায়দের পাশে দাড়ালে ঈদ আনন্দ সবার মাঝে সমান হবে। তবে এ ঈদ হবে সত্যিকারের ঈদ। অসহায় গরীবদের দু:খ-কষ্ট থাকবে না। 

তিনি গতকাল বাংলাদেশ খেলাফত মজলিশ নরসিংদী জেলা শাখা আয়োজিত শহীদ পরিবার ও স্বল্প আয়ের মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত খেলাফত মজলিশ নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুর নূর, সহ-সভাপতি আলহাজ মাহমুদুল ভূঁইয়া, খেলাফত মজলিশের নরসিংদী জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা আতাহার আলী। বিতরণ শেষে ইসমাঈল নুরপুরী দোয়া পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ