Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ প্রতিবন্ধী ঈদ উপহার পেলেন হুইল চেয়ার

বোরহানউদ্দিন (ভোলা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৭ এএম

ভোলার বোরহানউদ্দিনে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে উপহার হিসেবে ৮ জন প্রতিবন্ধি ৮ টি হুইল চেয়ার পেয়েছেন। গতকাল রোববার সকালে স্থানীয় এমপি’র বাসভবন প্রাঙ্গণে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি থেকে প্রতিবন্ধিদের হাতে হুইল চেয়ার তুলে দেন। ওই সময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, আ.লীগ সরকার প্রতিবন্ধিদের কল্যাণে বিভিন্ন ভাতাসহ চাকরি ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা প্রদান করছে। প্রতিবন্ধিরা কখনওই সমাজ বা রাষ্ট্রের বোঝা না। তারাও সুযোগ পেলে সামান ভূমিকা রাখতে পারে।

ওই সময় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, সমাজসেবা কর্মকর্তা মো.বাহাউদ্দিন সহ সরকারি-আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কমকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ