Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ হেফাজতে মৃত্যু : প্রতিবাদে থানা ঘেরাও

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

জামালপুর জেলা সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী থানা হাজতে আজ ভোররাতে রহস্যজনকভাবে হাসমত আলী (৩৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও বিচারের দাবিতে থানা ঘেরাও এবং রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছে।

জানা গেছে, সরিষাবাড়ী থানায় কর্মরত এসআই মতিউর রহমান রোববার রাতে ঢাকার গুলশান এলাকা থেকে পৌর এলাকার তারিয়াপাড়া গ্রামের মৃত জিন্নত আলী ওরফে কালু মিয়ার পুত্র সিএনজি চালক হাসমত আলী ওরফে হাসেমকে গ্রেফতার করে রাত্র ১২টার পর থানায় নিয়ে আসে। ওই রাতেই ভোরে রহস্যজনকভাবে হাসমত আলী থানার হাজতখানায় মারা যান। পুলিশ আজ সোমবার সকালে হাসমত আলীকে সরিষাবাড়ী হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার মমতাজ উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ