Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামালপুরে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

জামালপুর জেলা সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুলিশের হেফাজতে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম আবুল হাসেম (৩৮)। বাড়ি সরিষাবাড়ী পৌর এলাকায়।পরিবার পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছে। তবে পুলিশের দাবি, ওই আসামি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আজ ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই আসামিকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, স্ত্রী লাকী বেগম হত্যামামলায় হাসেমকে রোববার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে সরিষাবাড়ী নেওয়া হয়। ভোররাতে তার মৃত্যু হয়। সরিষাবাড়ী থানার পুলিশের দাবি, সরিষাবাড়ী এনে হাসেমকে থানাহাজতে রাখা হয়। তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তা টের পেয়ে তাকে উদ্ধার করে ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, হাসপাতালে আনার পর ভোর পাঁচটার দিকে হাসেমের মৃত্যু হয়। তার গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। হাসেমের মা হাচু বেওয়া অভিযোগ করেন, পুলিশের নির্যাতনে তার ছেলের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ