পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আর কয়েক দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। উৎসবকে ঘিরে ইতোমধ্যে ঈদের পোশাক, জুয়েলারি ও আনুষাঙ্গিক সবকিছুই কেনা শেষ। এবার পালা নিজেকে পরিপাটি করে তোলার। ঈদে একটু আলাদাভাবে উপস্থাপন করতে ব্যস্ত রূপ সচেতন তরুণীরা। বিয়ে, গায়ে হলুদসহ নানা অনুষ্ঠানে তরুণীদের পার্লারে যাওয়া এখন নিয়মিত চিত্র। তাই বছরজুড়েই জমজমাট থাকে নগরের নামিদামি পার্লারগুলো। আর ঈদের আগে পার্লারে সিরিয়াল পাওয়াই মুশকিল। তাই বলা চলে, ফ্যাশনপ্রিয় তরুণীরা এবার একটু আগেভাগেই ছুটছেন পার্লারে।
তরুনীদের সঙ্গে পাল্লা দিয়ে জেন্টস পার্লারগুলোতেও ভিড় দেখা যাচ্ছে। ঈদকে সামনে রেখে বাহারি হেয়ার স্টাইলের দিকে ঝুঁকছে ছেলেরা। পছন্দের ফুটবল খেলোয়ারকে ফলো করে নিজের রহয়ার স্টাইল পরিবর্তন করছেন অনেকেই। অবশ্য সম্প্রতি র্যাবের অভিযানে দেশের সনামধন্য পার্লারগুলোতে মেয়াদউত্তীর্ণ পণ্য পাওয়ার ফলে মানুষের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে।
রাজধানীর পার্লারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, ঈদ আনন্দ পরিপূর্ণ করে তুলতে তরুন-তরুণী থেকে মধ্যবয়সী, এমনকি বয়স্করাও ভিড় করছেন রাজধানীর ছোট-বড় পার্লারে। ফেসিয়াল, ফেয়ার পলিশ, গোল্ড ফেসিয়াল, ব্রন ট্রিটমেন্ট, স্পা, মেনিকিউর, পেডিকিউরসহ বিভিন্ন সেবা নিতে নগরীর রূপসচেতন মানুষ এখন ব্যস্ত। হাল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চুলের কাটও পরিবর্তন করছেন অনেকে। অনেকে বিভিন্ন রঙে রাঙিয়ে তুলছেন চুল।
মহাখালিতে আপন স্টাইল বিউটি পার্লারের কর্ণধার দিলারা হোসেন বলেন, দিন দিন মানুষ রূপ সচেতন হয়ে উঠছে। তাই এখন উৎসবের কয়েকদিন আগেই মানুষ নিজেকে পরিপাটি করে সাজিয়ে রাখতে পছন্দ করেন। তিনি বলেন, ২২ রমজানের পর থেকেই পার্লারে কাস্টমারের আনাগোনা বেড়েছে। ঈদ উপলক্ষে সব ধরনের সেবাতেই চলছে ছাড়। পার্লারে সেবা নিতে আসা আয়েশা সিদ্দিকী বলেন, ঈদের দিন সবাই চায় নিজেকে একটু স্পেশাল দেখাতে। তাই ঈদ উপলক্ষে ফেসিয়াল, হেয়ার কাটিং, ভ্রু প্লাক করতে এসেছি। তিনি বলেন, ঈদ উপলক্ষে পার্লারগুলো অনেক অফার দেয়। যার কারণে কম টাকার মধ্যে অনেক সুবিধা পাই। তবে পার্লারগুলোতে ঈদের আগে জায়গা পেতে খুব কষ্ট হয়। তাই আগে থেকে চলে এলাম।
নগরীর পল্লবীর পারসোনা বিউটি পার্লার, ধানমন্ডির ওমেনস ওয়ার্ল্ড, নিউমার্কেটের পার্ল বিউটি পার্লার, রুমানা’স বিউটি পার্লার, ড্রিম গার্ল বিউটি পার্লার, দুলহান বিউটি পার্লার, নয়াপল্টনের পিংক পার্লসহ বিভিন্ন পার্লারে উপচেপড়া ভিড়। দীর্ঘ সিরিয়ালে সেবা গ্রহীতারা ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছেন। কর্মীদের দম ফেলার সময় নেই। মগবাজারের রূপনাজ বিউটি পার্লারে আসা তরুণী নূসরাত জাহান বলেন, বিশেষ উৎসব, তাই বিশেষ সাজ। হার্বাল ক্রিস্টাল ফেসিয়াল করেছেন। এ পার্লারের রূপ বিশেষজ্ঞ নাজমা আক্তার বলেন, সারাবছরের তুলনায় ঈদের সময় বেশি সংখ্যক নারী বিশেষ পরিচর্যার জন্য পার্লারে আসেন। সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত রূপচর্চার বিকল্প নেই। তবে ঈদ উপলক্ষে বিউটি পার্লারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন অনেকে।
রূপচর্চায় মেয়েদের পাশাপাশি এগিয়ে আসছেন ছেলেরাও। নগরীর জেন্টস পার্লারেও ভিড় লক্ষণীয়। পারসোনা এডামস, হেয়ারোবিকস গ্রুমিং পার্লার, হাবিব আলভিরাজ বিউটি কেয়ারসহ ছোট-বড় পার্লারে চুল কাটা, শেভ, ফেসিয়ালসহ নানা পরিচর্যায় ব্যস্ত থাকতে দেখা গেছে ছেলেদের। পারসোনা এডামসে চুল কাটিয়েছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান। তিনি জানান, চুল কাটার সঙ্গে অরেঞ্জ ফেসিয়াল করবেন। শেভ করার পর ফেসিয়াল করলে ত্বকের রুক্ষ ভাব একেবারেই থাকে না। ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পার্লারের ব্যস্ততা আরও বাড়বে বলে জানান এ খাতের সেবাদানকারী ব্যক্তিরা। সেবা গ্রহীতাদের সুবিধার্থে এখন প্রতিদিন সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকছে সব পার্লার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।