Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই হ্রদে ব্যবসা-বাণিজ্য বন্ধ

পানি সঙ্কটের রেকর্ড ছাড়িয়ে গেছে

কাপ্তাই (রাঙামাটি) থেকে কবির হোসেন | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ার দরুন নৌসহ-সকল ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। পানি হ্রাসের সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে। দেশের পরিকল্পিত হ্রদ এখন মৃত প্রায়। মৎস্য, বিদ্যুৎ উৎপাদন, কেপিএম বাঁশ সরবরাহ, পর্যটন শিল্পসহ সকল বাণিজ্য নির্ভর করে এ পরিকল্পিত হ্রদের ওপর। ১৯৬০ সনে প্রতিষ্ঠার পর এ পরিকল্পিত হ্রদের ওপর নির্ভর করে প্রতিবছর সরকারি ও বিভিন্ন বেসরকারি সংস্থা কয়েশ’ কোটি টাকার বাণিজ্য হয় এখান থেকে।

লেক প্রতিষ্ঠিার পর থেকে ড্রেজিং না করায় গভীরতা হ্রাস পেয়েছে। ফলে পানির ধারণ ক্ষমতা একে বারে কমে গেছে, পাশাপাশি হ্রাস পেয়েছে সকল ধরনের ব্যবসা-বাণিজ্য। পানি কমে যাওয়ার ফলে ৬টি উপজেলার সাথে নৌ যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি কর্ণফুলী পেপার মিলস, সকল ধরণের বেসরকারি প্রতিষ্ঠানে বাঁশ সরবরাহ স্থবিরতা নেমে এসেছে। গত দু’মাস ধরে প্রচন্ড রোদ ও তেমন বৃষ্টিপাত না হওয়ায় হ্রদের পানি কমে যাচ্ছে।

কাপ্তাই হ্রদে বাঁশ ব্যবসায়ী কাশেম জানান, দীর্ঘ প্রায় ৪০ বছরে এ ধরনের আর পানি কমতে দেখেনি। সাম্পান মাঝি রুবেল বলেন, সর্বকালের রেকর্ড ছড়িয়ে বলে আমার মনে হয়। ব্যবসার সাথে জড়িত কয়েক লাখ খেটে খাওয়া শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ী বেকার দিন কাটছে। এদিকে অভিজ্ঞ মহল মনে করেন, জদি মতষলধারে বৃষ্ঠিপাত হয় তাহলে কাপ্তাই হ্রদের প্রাণ তথা ব্যবসায়ীদের প্রাণ ফিরে পাবে। এবং সকল ধরনের ব্যবসা ও নৌ যোগাযোগ কার্যক্রম শুরু হবে বলে মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ