পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সরকার-মালিক-শ্রমিক তিন পক্ষ মিলে ৩০ মের মধ্যে সব কারখানায় ঈদের বোনাস পরিশোধের সিদ্ধান্ত নেয়। যদিও দেশের প্রায় অর্ধেক পোশাক কারখানাই প্রতিশ্রæত সময়ে বোনাস পরিশোধ করেনি। শিল্প পুলিশের কাছে জমা পড়া তথ্য অনুযায়ী, গত বৃহষ্পতিবার রাত ৮টা পর্যন্ত ছয় শিল্প এলাকায় বোনাস পরিশোধ করেছে ১ হাজার ৯২৭টি কারখানা। এ হিসাবে ৫৪ দশমিক ৪৯ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ হয়েছে। বাকি ৪৫ দশমিক ৫১ শতাংশ কারখানায় প্রতিশ্রæত সময়ে বোনাস পরিশোধ হয়নি।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, দেশের ছয় শিল্প এলাকা আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও খুলনায় পোশাক কারখানা রয়েছে ৩ হাজার ৫৩৬টি। শিল্প পুলিশ ১ বা আশুলিয়া অঞ্চলে কারখানার সংখ্যা ৭৯১। এর মধ্যে বোনাস পরিশোধ হয়েছে ৭৫০টি কারখানায়। এ হিসাবে এ অঞ্চলের ৯৫ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ হয়েছে।
বোনাস পরিশোধে সবচেয়ে পিছিয়ে আছে গাজীপুর বা শিল্প পুলিশ ২-এর অধীন কারখানা। এ শিল্পাঞ্চলের ১ হাজার ৩৪৫টি পোশাক কারখানার মধ্যে বোনাস পরিশোধ হয়েছে ৪০২টিতে। শিল্প পুলিশ ৩ বা চট্টগ্রামে পোশাক কারখানা আছে ৬৯৭টি। এর মধ্যে বোনাস পরিশোধ হয়েছে ৩৩০টিতে। নারায়ণগঞ্জ বা শিল্প পুলিশ ৪-এ মোট পোশাক কারখানার সংখ্যা ৬৪২। এর মধ্যে ৩৯৬টিতে গতকাল পর্যন্ত বোনাস পরিশোধ হয়েছে।
শিল্প পুলিশ ৫ বা ময়মনসিংহ অঞ্চলে পোশাক কারখানা রয়েছে মোট ৫৬টি। এর মধ্যে ৪৪টি বা ৭৮ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ হয়েছে।
শিল্প পুলিশের মহাপরিচালক এডিশনাল আইজিপি আবদুস সালাম বলেন, পোশাক খাত ও অন্যান্য শিল্প-কারখানার বেতন-বোনাস পরিশোধ পরিস্থিতি আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। এদিকে বিজিএমইএ পরিচালনা পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে, সঠিক পরিসংখ্যান না থাকলেও বলা যায় অধিকাংশ কারখানায় বোনাস পরিশোধ হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।