প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারো বা আরথার কোনান ডয়েলের শারলক হোমস বিশ্ব রহস্য সাহিত্যের পরিচিত কল্পগোয়েন্দা। বাংলা সাহিত্যে আছে সত্যজিৎ রায়ের ফেলুদা ওরফে প্রদোষ মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী আর নীহার রঞ্জন গুপ্ত’র কিরীটী রায়। কিন্তু মিতিন মাসির তুলনীয় আর একজন বিদেশী বা বাংলা সাহিত্যে খুঁজে পাওয়ার ভার। ঔপন্যাসিক সুচিত্রা ভট্টাচার্য’র সৃষ্ট এই নারী গোয়েন্দা চরিত্র নিয়ে টালিগঞ্জে চলচ্চিত্র নির্মিত হবে আর এই চরিত্রে অভিনয় করবেন কোয়েল মল্লিক। সুচিত্র মিত্র’র ‘মিতিন মাসি’ সিরিজের ১৪টি উপন্যাস থেকে ‘হাতে মাত্র তিনটে দিন’ উপন্যাসটি বেছে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করবেন অরিন্দম শীল। চলচ্চিত্রটির নাম হবে ‘মিতিন মাসি’। বাংলা ফিল্মে বলিউড অভিনেতা বিনয় পাঠকের অভিষেক হবে এর মাধ্যমে; আরও অভিনয় করবেন অরুণিমা ঘোষ এবং রিয়া বণিক। শীল এর আগে ব্যোমকেশ নিয়ে ‘হর হর ব্যোমকেশ’ এবং ‘ব্যোমকেশ পর্ব’ আর শীর্ষেন্দুর গোয়েন্দা চরিত্র শবর দাসগুপ্তকে নিয়ে ‘এবার শবর’, ‘ঈগলের চোখ’ এবং ‘আসছে আবার শবর’ নির্মাণ করেছেন। শীল ‘মিতিন মাসি’ কাহিনী নিয়ে আরও চলচ্চিত্র নির্মাণ করবেন বলে জানিয়েছেন। কোয়েল মিত্র বলেছেন, “ছোট বেলাতেই মিতিন মাসির গল্প পড়েছি। এই ভূমিকায় অভিনয় করতে ভাল লাগবে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।