প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র নির্মাতা রিডলি স্কট ‘এলিয়েন’ ফ্র্যাঞ্চাইজের আরও একটি প্রিকুয়েল নির্মাণের কথা নিশ্চিত করেছেন। ৮১ বছর বয়সী এই নির্মাতা ১৯৭৯ সালে ‘এলিয়েন’ ফিল্মটি দিয়ে সাই-ফাই হরর সিরিজটির সূচনা করেছিলেন। এর পর তিনি এই সিরিজের আরও তিনটি সিকুয়েল নির্মাণ করেন, এর প্রতিটিতেই সিগর্নি উইভার অভিনয় করেছেন। স্কট মাইকেল ফাসবাইন্ডারের অভিনয়ে পরে ‘প্রমিথিউস’ (২০১২) এবং ‘এলিয়েন : কোভেন্যান্ট’ নামে দুটি প্রিকুয়েল নির্মাণ করেন। ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাতকারে স্কট জানিয়েছেন- তিনি আরেকটি প্রিকুয়েল নির্মাণ করবেন , তবে তা এখনও চিত্রনাট্য পর্যায়ে আছে। তিনি আরও জানান, তিনিই যে চলচ্চিত্রটি পরিচালনা করবেন তা নাও হতে পারে। অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি ছিলাম চতুর্থ বাছাই। আমার আগেই (রবার্ট) আল্টম্যানকে প্রস্তাব দেয়া হয়েছিল।” তিনি জানান কেও প্রযোজককে তার ১৯৭৭-এর ‘দ্য ডুয়েলিস্টস’-এর কথা জানায়, তারপরই তারা আগ্রহী হয়ে ওঠে। তিনি বলেন, “আমাকে তারা চিত্রনাট্য পাঠান আর আমি পড়ি। আমার পছন্দ হয়ে যায়। ৩২ ঘণ্টার মধ্যে হলিউড চলে আসি। জানান হয় বাজেট ৪ মিলিয়ন ডলারের কমবেশি। ‘দ্য ডুয়েলিস্টস’ নির্মাণ করেছিলাম ৮,৫০,০০০ ডলারে, সুতরাং রাজি হয়ে যাই।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।