Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেফতার ও শাস্তির দাবিতে পার্বতীপুরে মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১২:০৬ এএম

দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূ আরজিনাকে (২৯) বিদেশে পাচারের অভিযোগে প্রতারক আজিজুলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করা হয়। পরে গৃহবধূর স্বামী মোস্তাফিজুর রহমান মোস্তান (৩৫) ও মা জাহানারা বেগম পার্বতীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।

এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে ঘটনা তুলে ধরে তারা জানায়, পার্বতীপুর পৌর এলাকা রিয়াজনগরের মোস্তানের সাথে ১৪ বছর আগে মনম্মথপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামের আরজিনার বিয়ে হয়। মানতাসা (১১), মাফুয়া (৭) ও আমির হামজা (৩)নামে তার ৩ সন্তান রয়েছে। হয়বৎপুর গ্রামের এই আজিজুল আরজিনাকে বিভিন্ন ধরনের প্রলোভন ও অবস্থা পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে ৩ মাস আগে ঢাকায় নিয়ে যায়। সেখানে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে আরজিনাকে এক নারী পাচার চক্রের হাতে তুলে দেয়া হয়। এখন এই অসহায় নারী সৌদি আরবে। রিয়াদ সিটির নাহদা জেলায় এক সৌদি পরিবারের সেবাদাসী। গৃহ পরিচালিকার পাশাপাশি তাদের যৌন লালসার শিকার। পরিবারের সাথে যাতে যোগাযোগ করতে না পারে সে জন্য তার মোবাইল কেড়ে নেয়া হয়েছে। এক পরিচিত ব্যক্তির মোবাইলের মাধ্যমে আরজিনা মা ও স্বামীকে দেশে ফেরার আকুতি জানিয়ে বলেন, আমি মহাবিপদে আছি। মা জাহানারা ও স্বজনরা সৌদি থেকে তার মেয়েকে উদ্ধারের ব্যাপারে প্রধানমন্ত্রীর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ