Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় কৃষক শ্রমিক ন্যায্য অধিকারবঞ্চিত

ইফতার মাহফিলে মাওলানা সিদ্দিকুর রহমান

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১২:০৬ এএম

ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান বলেছেন, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া কখনো আমাদের মাঝে শান্তি আসবে না, আসতে পারে না। কেউ কোন ন্যায্য অধিকার পাবে না, ন্যায় বিচার পাবে না। ইসলামী শাসন ব্যবস্থা নেই বলেই আজ কৃষক-শ্রমিক ন্যায্য অধিকার পাচ্ছে না। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ বছর কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। ৯০% মুসলমানের দেশে এ রমজান মাসেও এক মুসলমান অন্য মুসলমানকে ঠকাচ্ছে। মুসলমান মুসলমানের সাথে প্রতারণা করছে। ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহর আইন আজ প্রতিষ্ঠা থাকলে এমন অবস্থা হতো না।

তিনি গত বুধবার সন্ধ্যায় ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখা আয়োজিত আইসিএ মিলনায়তনে ভেলানগরে সংগঠনের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা জামাল উদ্দিন সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন একই সংগঠনের সেক্রেটারি মো. নাসিম আহমেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ