Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগাম ঈদ পালনকারীদের বিরুদ্ধে লাঠি মিছিল

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১২:০৬ এএম

পবিত্র কোরআন সুন্নাহসহ দেশের সরকারি আইন বিরোধী মনগড়া একক সিদ্ধান্ত নিয়ে আগাম ঈদ পালনকারী আব্দুল মওফিক চৌধুরীর বিরুদ্ধে জেগে ওঠেছে চুনারুঘাট তথা সিলেটের ছাত্র জনতা। গত বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট পৌর শহরে এলাকার ছাত্র জনতা এক বিশাল লাটি মিছিল করেছে। মিছিলের পূর্বে ইসলাম ও রাষ্ট্র বিরোধীতাকারী আব্দুল মওফিকের অপতৎপরতার বিরুদ্ধে জনসচেতনতার জন্য আল্লামা খাজা আজিজুল বারীর লিখিত (দলিলসহ) প্রচারপত্র বিলি করেন। তারা দীর্ঘ চার পাঁচ বছর ধরে সুনামগঞ্জের হুজুর আল্লামা খাজা মুহাম্মদ আজিজুল বারী মুজাদ্দেদীর নেতৃত্বে ধর্মের নামে বিভ্রান্তকারী ঐ মওফিক চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেন। প্রতিবাদ সভায় আল্লামা খাজা আজিজুল বারী বলেন, আগাম ঈদ পালনকারী মওফিক চৌধুরীসহ তার সহযোগিরা কোরআন, সুন্নাহ এবং রাষ্ট্র বিরোধী তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যাবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান। তিনি আরও বলেন আগাম ঈদ পালনকারী মওফিকসহ তাদের অপতৎপরতার বিরুদ্ধে বাহাছের চ্যালেজ্ঞ ঘোষণা করেছেন। তিনি গত কয়েক দিন ধরে সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, মিরপুর, বি.বাড়িয়াসহ বিভিন্নস্থানে আগাম ঈদ পালনকারীদের বিরুদ্ধে স্থানীয় ছাত্র জনতাকে নিয়ে প্রতিবাদ সভা সমাবেশ ও প্রচার পত্র বিতরণ চালিয়ে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ