পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মেয়াদ শেষ হওয়ার দু’মাস আগে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এই কমিটির অনুমোদন দেন।
২৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৫১ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১১ জন, বিভিন্ন সম্পাদক ৩০ জন, উপ-সম্পাদক ৯৬ জন, সহ-সম্পাদক ৩৪ জন এবং সদস্য করা হয়েছে ১৬ জনকে।
গত বছরের ৩১ জুলাই সম্মেলনের দু মাস পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে ঢাবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর। সে অনুযায়ী আগামী জুলাইয়ের শেষের দিকে কমিটির মেয়াদ শেষ হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।