Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ জুন অফিস খোলা : ঈদের আগেই ছুটির আমেজ সচিবালয়ে

পঞ্চায়েত হাবিব | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:০৮ এএম


প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদ করবেন ইংল্যাÐে। জাপান সফর শেষে আজ সউদী আরবের ওআইসি সম্মেলনে যোগদান করবেন। সেখান থেকে যাবেন লÐন। তাঁর সফরসঙ্গী হয়েছেন অনেক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা। রয়েছেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও বেশ কয়েকজন সচিব। এ ছাড়া আরও অন্তত ১২ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব এখন রয়েছেন দেশের বাইরে। এ অবস্থায় ঈদের আগেই যেন প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ঈদের আমেজ লেগে গেছে। সচিবালয়ের আধিকাংশ সেকশন দৃশ্যত ফাঁকা। গতকাল বৃহস্পতিবার ঈদের আগের শেষ অফিস ছিল। কিন্তু এদিন অফিস, সচিবালয় ব্যাংক পাড়া মতিঝিলও আদালত পাড়া ছিল একেবারে ফাঁকা। আবার সকাল সকাল অফিসে এসে যোগদান করেই বাড়িতে রওনা হয়েছেন অনেকেই্। ফলে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অফিস খোলা থাকলেও উপস্থিতি ছিল একেবারেই কম।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গত সোমবার ইনকিলাবকে বলেন, শব-ই কদরের পরের দিন ৩ জুন ছুটি ঘোষণা হচ্ছে না। সে কারণে ৩জুন সোমবার অফিস খোলা থাকবে। এবারের রমজানের ঈদে টানা নয় দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

তিনি বলেন, এটা (ছুটি) নিয়ে (মন্ত্রিসভা বৈঠকে) আলোচনা হয়নি। আমার মনে হয়, এটা সামারির মাধ্যমে নিষ্পত্তি হবে, যদি হয় আর কী। ৩ জুন ছুটি ঘোষণার সম্ভাবনা আছে কি না- এই প্রশ্নে শফিউল বলেন, এখনও কোনো আলোচনা শুনিনি।মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও কাজ করেন। এটা ইন্টারনেটের যুগ, ফাইল মেইলে চলে যায়, মেইলে চলে আসে, কোনো সমস্যা হয় না।

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উপস্থিতি ছিল একেবারেই কম। অনেকেই এরই মধ্যে বিদেশে গেছেন আবার অনেকই নিজ নিজ এলাকায় চলে গেছেন। বিদেশে যে সব মন্ত্রী আছেন তারা হলেন, অর্থমন্ত্রী এএইচএম মুস্তাফা কামাল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, আইন মন্ত্রী আনিসুল হক, গৃহায়ন গণপূর্তমন্ত্রী স ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

যারা যাননি তারাও আজ অথবা আগামী কাল রওনা হবেন নির্বাচনীয় এলাকায়। ফলে সচিবালয়ে দর্শকদের উপস্থিতি ছিলো একেবারে হাতে গোনা। দুপুরের পর সচিবালয় একেবারে ফাঁকা হয়ে যায়। অনেক অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব বা উপ-সচিবদের কক্ষ ছিলো খালি। এদিকে ব্যাংক পাড়া মতিঝিলে ছিল না ভীড়। ব্যাংকগুলোতে লেনদেন ছিলো স্বাভাবিক। অবশ্য সকাল থেকেই ব্যাংকগুলোতে টাকা উত্তোলনের জন্য গ্রাহকদের ভীড় কিছুটা লক্ষ্য করা গেছে। দুপুরের পর অনেক ব্যাংক ফাঁকা হয়ে যায়।

এছাড়াও পুরনো ঢাকার আদালত পাড়াও ছিলো একেবারে ফাকা। জেলা জজ আদালতসহ মেজিস্ট্রেটরা আদালতে বসলেও হাজিরা ছিলো হাতে গোনা। একই অবস্থা দেখা গেছে উচ্চ আদালতেও। হাইকোর্ট ও সুপ্রীমকোর্টে বিচার প্রার্থীদের উপস্থিতি খুব একটা ছিল না। যে কারনে আইনজীবিদের উপস্থিতিও ছিলো একেবারেই কম। একদিন পর ঈদ। আর তাই সবার মাঝে ঈদের আমেজ বিরাজ করছে। এবার লম্বা ছুটির কারনে আগেভাগেই অনেকে ঢাকা ছেড়ে যাবার কারনে রাজধানীর বিপনী বিতান ও মার্কেটগুলোতেও ক্রেতাদের ভীড় কমে গেছে। আর ভিড় ছিল না কমলাপুরেও। যাত্রীদের চাপ বলতে যা বোঝায় তা চোখে পড়েনি। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও যাত্রী চাপ ছিলো একেবারেই স্বাভাবিক।

২০১৯ সালের বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪, ৫ ও ৬ জুন ঈদুল ফিতরের ছুটি। রমজান ৩০টি হলে ঈদ হবে ৬ জুন, সেক্ষেত্রে ৭ জুনও ঈদের ছুটি থাকবে। ৫ জুন ঈদ হলে তিন দিনের ঈদের ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪ থেকে ৮ জুন টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে। ৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শব-ই কদরের ছুটি। এরপর ৩ জুন শুধু অফিস খোলা। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ওই দিন ছুটি ঘোষণা করলে টানা নয় দিনের ছুটি মিলে যাবে সরকারি চাকরিজীবীদের। ২০১৬ সালে রমজানের ঈদের সময় প্রধানমন্ত্রী একদিন ছুটি ঘোষণা করায় টানা নয় দিনের ছুটি পেয়েছিলেন সরকারি চাকরি জীবিরা। এবারও সেই আশায় রয়েছেন তারা। কিন্তু ৩ জুনের আশা না থাকায় অনেক সরকারি কর্মকর্তা ও কর্মচারী আগাম ৩ জুনের ছুটি নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এ অতিরিক্ত সচিব বলেন. আমার দপ্তরের অনেক কর্মচারী ৩ জুনের ছুটির আবেদন দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ