Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসংক্রামক রোগের ঝুঁকিতে ৯৭ ভাগ মানুষ

জরিপের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:০৯ এএম

দেশে বর্তমানে অসংক্রামক রোগ প্রকোপ আকার ধারণ করছে। ক্যান্সার, কিডনি, সিরোসিস, ডায়াবেটিসসহ নানা অসংক্রামক রোগে বছরে মোট মৃত্যুর ৬০ ভাগ মানুষ মারা যাচ্ছে। দেশের মাত্র ৩ ভাগ মানুষ রিস্ক ফ্যাক্টরের বাইরে রয়েছে। অর্থাৎ ৯৭ ভাগ মানুষই অসংক্রামক রোগের ঝুঁকিতে রয়েছেন।

গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড হেলথ মেডিসিন (নিপসম) ‘অসংক্রামক রোগের ঝুঁকিসমূহের ব্যাপ্তি নিরূপণ জরিপ ২০১৮-ঝঞঊচঝ এর ফলাফল প্রকাশ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন নিপসম’র পরিচালক অধ্যাপক ডা. বায়জিদ খুরশিদ রিয়াজ। বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জরিপের প্রধান গবেষক অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ জরিপের ফলাফল তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে বর্তমানে অসংক্রামক রোগ প্রতিদিন প্রচুর বৃদ্ধি পাচ্ছে। এসব রোগীদের কথা ভেবে শিগগিরই বিভাগীয় পর্যায়ে ক্যান্সার ও কিডনি হাসপাতাল নির্মাণ শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ