Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলার টার্গেটই ছিল পুলিশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:৪৮ এএম


রাজধানীর মালিবাগের ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে গুলিস্তানের ঘটনার কোনো সম্পর্ক নেই। রাস্তায় যাত্রী ওঠা-নামা করা যাবে না। টার্মিনালের ভেতরে যাত্রী ওঠানামা করবে। টার্মিনালের প্রবেশ পথ ফাঁকা রাখতে হবে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদে ঘরমুখী যাত্রীদের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি আরো বলেন, মালিবাগে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় টার্গেট ছিল পুলিশ। হামলায় শক্তিশালী ইমপ্রোভাইজড ককটেল ব্যবহার করা হয়েছিল। তবে, একই ধরনের ককটেল ব্যবহার করা হলেও মালিবাগের ঘটনার সঙ্গে গুলিস্থানের ঘটনার কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসী, জঙ্গি, মাদক এই সকল ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ সাহসী ও পেশাদারিত্বের পরিচয় রেখেছে। এ কারণে পুলিশ সদস্যদের দুর্বল করে দেয়ার জন্য একটি চক্রান্ত করা হচ্ছে। তবে, এভাবে পুলিশের মনোবল ভাঙ্গা সম্ভব নয়।

পুলিশ কমিশনার বলেন, কাছাকাছি সময়ে গুলিস্থান ও মালিবাগের দুটি ঘটনার সম্পর্কে সুনির্দিষ্টভাবে প্রমাণ আমরা পাইনি। তবে এ বিষয়ে আমরা দৃষ্টি রেখেছি। ঈদের সময় যাত্রীদের বাড়তি চাপ থাকে। বাসগুলো নির্বিঘেœ ঢাকা ছাড়তে এবং ঢাকায় প্রবেশ করতে টার্মিনালের মুখগুলো ফাঁকা রাখতে হবে। পাসেঞ্জার লোড-অফলোড করতে হবে টার্মিনালের ভেতরে। কোনও অবস্থাতেই রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করা যাবে না। আমরা টার্মিনালের সীমানা চিহ্ন নির্ধারণ করে দিয়েছি। কেউ ওই চিহ্নের বাইরে এসে যাত্রী ওঠা-নামা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, হকার বেশে অজ্ঞান পার্টির সদস্যরা আসবে, আর ঘুমের ওষুধ খাইয়ে সবকিছু লুট করে নেবে, তা হতে পারে না। বাস-মালিক সমিতি ও টার্মিনাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো— আপনারা সুনির্দিষ্ট হকারের তালিকা করুন। বিআরটিএ থেকে নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে কিংবা কোনও চালক গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বললে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা দেন তিনি।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ৩০ মে, ২০১৯, ১০:০৮ এএম says : 0
    পুলিশ আপনারা যাহা করিতেছেন বড় অন্যায় করিতেছেন। আপনারা মানূষের জীবন নিয়ে চিনিমিনি খেলেন। আপনারা কি জানেন? পাপে বাপকেও ছারেন না। আপনারা এবার নিরবাচনে কি করিয়াছেন? আপনারা জানেন কি সব কিচুর জবাব দিতেই হইবে। .............
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ