বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট ব্রীজ সংলগ্ন এলাকায় বংশী নদীর উভয় পাশে অবৈধ বালু মহলসহ প্রায় ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু মহল উচ্ছেদকালে ধামরাই পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতারা বালু মহল রক্ষার চেষ্টা করেছেন বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নয়ারহাট ও ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সওজ অধিদপ্তরের উপ-সচিব মাহবুবুর রহমান ফারুকী। ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর ও নয়ারহাট বাজার এলাকায় উচ্ছেদ করা হয় প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা। এছাড়া ইসলামপুর এলাকায় বংশী নদীর তীরবর্তী অবৈধ বালুর গদি সরিয়ে ফেলতে সময় বেঁধে দেয়া হয়। তবে এ সময় ধামরাই উপজেলার পৌর মেয়র গোলাম কবির ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু বাধা প্রদান করলে অভিযান বিলম্বিত হয়। পরে দেড় ঘন্টা বাক্য বিনিময়ের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান আবারো শুরু করেন। পরে বংশী নদীর পূর্ব তীরে নয়ারহাট বাজারের অবৈধ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সওজ অধিদপ্তরের উপ-সচিব মাহবুবুর রহমান ফারুকী জানান, যানজট নিরসনে ঢাকা-আরিচা মহাসড়ক প্রশস্তকরণসহ এই এলাকায় ইউলুপ ও আন্ডারপাস তৈরির কাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে। তাই নির্দেশনা অনুযায়ী মহাড়কটির উভয় পাশে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এজন্য গত ২৬ মে অত্র এলাকায় নোটিশ ও মাইকিং করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।