Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টে ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন

নুসরাত হত্যাকান্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:৪৮ এএম

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়ম সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন। গতকাল বুধবার ওসির পক্ষে অ্যাডভোকেট সালমা সুলতানা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, বিচারপতি মো.হাবিবুল গণি ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওসি মোয়াজ্জেমের পক্ষে আবেদন করা হয়। জামিন আবেদনটি দাখিলের পর সেটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। ঈদের পর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রয়েছে। এর আগে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে ২৭ মে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত।

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান কীভাবে অধ্যক্ষের হাতে যৌন হয়রানির শিকার হয়েছিলেন, এর বিবরণ নিজের মুঠোফোনে রেকর্ড করে প্রচার করেছিলেন ওসি মোয়াজ্জেম হোসেন। বক্তব্য ধারণ করার সময় বিপর্যস্ত নুসরাতকে তিনি বারবার বিব্রতকর প্রশ্ন করেছিলেন। পিবিআইয়ের তদন্তে এমন তথ্যই বেরিয়ে এসেছে।



 

Show all comments
  • MAHMUD ৩০ মে, ২০১৯, ৫:৫৩ এএম says : 0
    "AMRA ASA KORI HAI COURT JAMIN DIBE NA".
    Total Reply(0) Reply
  • ShantanurKhokan ৩০ মে, ২০১৯, ৫:৪৫ পিএম says : 0
    নুসরাতের ঐ ন্যাক্কারজনক ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তার পক্ষে জামিন আবেদন করেছেন একজন নারী আইনজীবী ❗ভাবতে অবাক লাগে নারীত্ব বা আত্মসম্মানবোধ পয়সার কাছে কত অসহায় ⁉
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ