Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে মহাসড়কে সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ৩:৩৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি মাহে রমজানের শেষে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে “ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে মহাসড়কে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি মহাসড়কে দুর্ঘটনা রোধে এবং যাত্রী ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে চালক ও যাত্রীদের সাথে কথা বলেন। তিনি বেশকিছু যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন এবং যাদের কাগজপত্র সঠিক পাওয়া যায় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কর্মসূচিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান সহ জেলা পুলিশের কর্মকর্তা ও স্থানীয় সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাইবান্ধা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ