বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে শক্তিশালী ককটেল হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন-শৃংখলা বাহিনী। ঘটনার পর থেকেই থানা পুলিশ, সিআইডি, ডিবি ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা পৃথক পৃথকভাবে তদন্ত করছে। দু’জন পুলিশসহ আহহত তিনজনের অবস্থা স্থিতিশীল। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে বিভিন্ন সংস্থার একাধিক টিম মাঠে রয়েছে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
গতকাল এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া বলেছেন, ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেই চক্রান্তকারীরা রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় তদন্ত কাজ কাঙ্খিত গতিতে এগোচ্ছে।
তিনি বলেন, এসব ঘটনার মোটিভ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য এই হামলা করা হয়েছে। চক্রান্তকারীরা পুলিশের ওপর হামলা করেছে। এর মাধ্যমে চক্রান্তকারীরা বিশেষ ফায়দা নেয়ার জন্য বসে আছে। ২০১৪ ও ২০১৫ সালে আমরা এই ভীতিকর পরিবেশ দেখেছি। তবে জনগণকে বলব, আপনারা সতর্ক থাকুন কিন্তু ভয় পাবেন না। আমরা আপনাদের নিরাপত্তায় সচেষ্ট আছি।
বিস্ফোরিত ককটেল প্রসঙ্গে আছাদুজ্জামান মিয়া বলেন: বিস্ফোরিত ককটেলের অংশ আমাদের ল্যাবে পাঠানো হয়েছে। এখন এ বিষয়ে চুড়ান্ত কিছু বলা যাবে না। তবে আমরা জানতে পেরেছি এটি সাধারণ ককটেল নয়। এটি সাধারণ ককটেলের চেয়ে অনেক শক্তিশালী। কী উদ্দেশ্যে, কারা করেছে, কেন করেছে এবং কাদের টার্গেট করে এ হামলা করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করা হচ্ছে। আশা করি দ্রæত এ ঘটনার তদন্ত শেষ হবে।
তদন্তের সাথে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দৈনিক ইনকিলাবকে বলেন, গুলিস্তানে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা ও মালিবাগের হামলার মধ্যে বেশ মিল রয়েছে। দু’টি ঘটনাই এক সূত্রে গাথা। গুলিস্তানের ককটেল হামলায় এখন জড়িতদের শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। বিষয় দু’টি গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।