বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর পাহাড়তলীতে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলায় আদালতে আত্মসর্মপণের পর আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর সাবের আহম্মেদকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এ আদেশ দেন। পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, মহিউদ্দিন সোহেল হত্যা মামলায় উচ্চ আদালতে জামিন চেয়ে পাননি সাবের আহম্মেদ। উচ্চ আদালত তাকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছিলেন। সেই আদেশ অনুসারে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ফখরুদ্দিন চৌধুরী বলেন, জামিন শুনানি শেষে তা নামঞ্জুর করে আদালত সাবের আহম্মেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ২৩ এপ্রিল আগ্রাবাদ জাম্বুরি মাঠে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মারা যান এ মামলার আসামি মো. জাবেদ (২২)। ঘটনার দুই দিন পর ৯ জানুয়ারি পাহাড়তলি এলাকা থেকে গ্রেফতার হন এ মামলার আরেক আসামি জাতীয় পার্টির নগর কমিটির যুগ্ম আহবায়ক এবং পাহাড়তলি রেলওয়ে বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সদস্য ওসমান খান।
পাহাড়তলী রেলওয়ে বাজারে গত ৭ জানুয়ারি সকালে মহিউদ্দিন সোহেলকে পিটিয়ে হত্যা করা হয়। সোহেলের ভাই শাকিরুল ইসলাম শিশির হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দেড়শ জনকে আসামি করে মামলা করেন। পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর সাবের আহম্মেদ, জাতীয় পার্টির নেতা ওসমান খান ও যুবদল নেতা শওকত খান রাজুকেও সেখানে আসামি করা হয়। ওসমান ও রাজুকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক সোহেল তার আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।