বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে রুবেল(২২) হত্যা মামলায় এক জনের ফাঁসি ও চার জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। মঙ্গলবার (২৮মে) ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্তরা হলো- ফাঁসির দন্ডপ্রাপ্ত হাবিব, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত জীবন, সারোয়ার (মৃত), সাব্বির ও শরীফ ওরফে শিরু। এদের মধ্যে সারোয়ার মৃত এবং হাবিব ও জীবন পলাতক রয়েছে।
ময়মনসিংহ জেলা দায়রা ও জজ আদালতের কোর্ট ইন্সপেক্টর শেখ কবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২২ ফেব্রæয়ারি নগরীর ছত্রিশবাড়ি কলোনী এলাকার যুবক পারভেজের সাথে কথা কাটাকাটির জেরে বড় ভাই রুবেলকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ওই দিনই নিহতের মা সেলিনা আক্তার বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে ওই বছরের ২২ জুন আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে ওই মামলার দীর্ঘ প্রায় ৯ বছর শুনানিশেষে মঙ্গলবার এ রায় প্রদান করেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।