Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুক্রবার থেকে হালদার রেণু বিক্রি শুরু

আসলাম পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) থেকে : | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:১২ এএম

মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে সংগৃহীত মাছের ডিম ৪ দিন ধরে পরিচর্যার ফসল পেলো সংগ্রহকারীরা। সরকারি ও বেসরকারি হ্যাচারীর কুয়াতে প্রায় ৪ দিন পরিচর্যা করার পর গতকাল মঙ্গলবার থেকে ডিমকে রেণুতে পরিনত করে, রেণুর চোখ ফুটেছে।

সরকারি হ্যাচারীতে নানা সুযোগ-সুবিধা বেশি থাকায় ডিম সংগ্রহকারীরা ডিম হতে রেণু পরিনত করতে তেমন সমস্যা হয়নি। আগামি বৃহস্পতিবার থেকে বিক্রয় উৎসব শুরু হবে। রেণুগুলো ক্রয় করতে দেশের বিভিন্ন জেলা থেকে মৎস্যচাষিরা ইতিমধ্যে আসতে শুরু করেছে।

ডিম সংগ্রহকারী প্রদীপ বড়–য়া জানান, বর্তমানে মা মাছের ডিমগুলো রেণুতে পরিণত হয়েছে এবং রেণুর চোখও ফুটেছে। শুক্রবার থেকে রেণু বিক্রি করা হবে। উপজেলার মাছুয়া ঘোণা, মদুনাঘাট, শাহ মাদারীসহ তিনটি সরকারি হ্যাচারী ছাড়াও গড়দুয়ারা এলাকায় বেশ কয়েকজন ডিম সংগ্রহকারী সনাতন পদ্ধতিতে ডিম থেকে রেণু ফুটানোর কাজ চালিয়ে যাচ্ছেন। গত চারদিন ধরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোরশেদ ও মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম রাত-দিন পরিশ্রম করে হ্যাচারিগুলোতে ঘুরে ঘুরে কড়া নজরে রেখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ