Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করুন

ইসলামী শ্রমিক আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন।
তিনি বলেন, সারা বছর পরিশ্্রম করে পরিবারকে সাথে নিয়ে ঈদ উদ্যাপন করার জন্য অপেক্ষমান শ্রমিকরা যদি সঠিক সময়ে বেতন বোনাস না পায় তবে তা হবে অমানবিক ও চরম জুলুম । এমন পরিস্থিতি অন্য বছরের ন্যায় এবছর যাতে না হয় সেজন্য সরকারসহ সকল মালিকদের খেয়াল রাখা জরুরী।

গতকাল মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রহমান, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

এছাড়া ও ঈদে নিরাপদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা নিশ্চত করার আহবান জানিয়ে আশরাফ আলী আকন বলেন, ঈদ প্রত্যেকের জন্য নিয়ে আসে আনন্দ, পরিবারের সাথে মিলিত হওয়ার সুযোগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ