Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধ্রুব টিভিতে ঈদে সাত নাটক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

এবারের ঈদে ধ্রুব টিভি আয়োজন করেছে বর্নাঢ্য ঈদ আয়োজন। এই আয়োজনের মধ্যে থাকছে ৭টি নাটক। নাটকগুলোর মধ্যে রয়েছে- শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এবং জিয়াউল ফারুক অপূর্ব, মম এবং আলিফের অভিনয়ে বিশেষ নাটক ‘বাউন্ডুলে’। মাবরুর রশীদ বান্নাহ’র গল্প, চিত্রনাট্য এবং পরিচালনায় ‘আঙুলে আঙুল’। এতে অভিনয় করেছেন তাহসান খান এবং নুসরাত ইমরোজ তিশা। আরফান নিশো এবং তানজিন তিশা অভিনীত ‘দ্য এন্ড’। রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় ‘প্রথম প্রেমই শেষ প্রেম নয়’। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তিশা। কাজল আরেফিন অমি'র গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘দ্য টেইলর’। অভিনয় করেছেন আরফান নিশো এবং সাবিলা নূর। ফজলুল সেলিমের রচনা ও পরিচালনায় ‘গুড বয়’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, জুই করিম সহ আরও অনেকে। রাফাত মজুমদার রিংকু'র রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘টান’। এতে অভিনয় করেছেন জোভান এবং টয়া। ধ্রুব টিভির কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘বরাবরের মতো এবারও দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখেই ঈদের নাটকগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, ধ্রুব টিভি’র সঙ্গে দর্শকদের এবারের ঈদ অনেক ভালো কাটবে’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ