প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলায় গানের সাথে নাচলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জিতবে এবার জিতবে ক্রিকেট, ম্যাজিক মামনি ও টুপটাপ শিরোনামের গান নিয়ে তৈরি হয়েছে আট মিনিট দৈর্ঘ্যের একটি গানের কোলাজ। এই গানের সাথে নেচেছেন মাহি। তার সঙ্গে ছিল ঈগলস ড্যান্স দলের ২০ জন নৃত্যশিল্পী। নাচের কোরিওগ্রাফি করছেন তানজিল আলম। মাহি বলেন, আমার প্রিয় অনুষ্ঠানগুলোর তালিকায় রয়েছে আনন্দমেলা অনুষ্ঠানটি। ছোটবেলা থেকেই ঈদের রাতে অনুষ্ঠানটি দেখার জন্য অপেক্ষা করতাম, এখনো পরিবারের সবাইকে নিয়ে অনুষ্ঠানটি দেখি। কিন্তু কখনো কাজ করার সুযোগ হয়নি। এবারই প্রথম এতে পারফর্ম করছি। এটা সত্যিই অনেক আনন্দের। তিনটি গানে পারফর্ম করছি, কাজটিও দারুণ হয়েছে। নৃত্য পরিচালক তানজিল বলেন, আমি প্রতি বছরই আনন্দমেলা অনুষ্ঠানে ভিন্নতা রাখার চেষ্টা করি। এবার মাহিয়া মাহিকে নিয়ে রয়েছে দর্শকদের জন্য অন্যরকম চমক। সেইসঙ্গে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে পারফরম্যান্সটি তৈরি করা হয়েছে। ঈদুল ফিতরের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে আনন্দমেলা অনুষ্ঠানটি প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।