প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কখনো ডাক্তার, কখনো যাত্রা শিল্পী, আবার কখনো দেখা যাবে সংগীতশিল্পী হিসেবে। এভাবে একই নাটকে সাতটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা খন্দকার ইসমাইল। ‘ভাড়া বাড়ি, বাড়া বাড়ি’ শিরোনামের একটি নাটকে এই সাত চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি নাটকটির শূটিং শেষ হয়েছে। মানসুরা নবী ও ঝন্টু বৈদ্যর রচনায় নাটকটি নির্মাণ করেছেন নুরুন্নবী রাসেল। খন্দকার ইসমাইল বলেন, গল্পে দেখা যাবে, আমি শহরে বসবাস করি। কিন্তু আমার বাবা গ্রামেই পড়ে থাকেন। বাবা শহরে না আসায় গ্রামের মানুষ আমাকে নিয়ে নানা অপবাধ দেয়। এদিকে বাবা তার গ্রামের বাড়িটি ভাড়া দিতে চায়। বাবা যেন বাড়িটি ভাড়া দিতে না পারে তাই আমি একেক সময় একেক রূপে তার কাছে আসি। এভাবে গল্পটি এগিয়ে যায়। উল্লেখ্য, গত বছরের শেষের দিকে প্রায় বিশ বছর পর অভিনয়ে ফিরেন উপস্থাপক খন্দকার ইসমাইল। এর আগে বাংলাদেশ টেলিভিশনের ‘সময় বহিয়া যায়’, ‘শ্রাবণে বসন্ত,’ ‘দ্বিতীয় পরমায়ু , ‘অরণ্যে রোদন’সহ বেশ কিছু নাটকে তিনি অভিনয় করেন। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বহুরূপী’, ‘আড্ডা’-এর উপস্থাপক ছিলেন তিনি। বর্তমানে এটিএন বাংলায় ‘স্মাইল শো’ উপস্থাপনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।