Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়া

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

দেরিতে হলেও হলিউডের ফিল্মে অভিষেক হতে যাচ্ছে একসময় বলিউডের প্রথম সারির অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার। আর যে সে নয় একেবারে ক্রিস্টোফার নোলানের ফিল্ম দিয়ে তার এই অভিষেক হচ্ছে। নোলানের স্পাই থ্রিলার ‘টেনেট’-এ অভিনয় করবেন তিনি। ডিম্পলকে সর্বশেষ দেখা গেছে বলিউডের ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫) ফিল্মে। ‘টেনেট’-এ তিনি সহ-শিল্পী হিসেবে পাবেন- জন ডেভিড ওয়াশিংটন (‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’), রবার্ট প্যাটিনসন, মাইকেল কেইন, এলিজাবেথ ডেবিচকি, কেনেথ ব্র্যানা এবং অ্যারন টেইলর-জনসনকে। চারটি অস্কার অর্জনকারী ‘ডানকার্ক’-এর পর ‘টেনেট’ নোলানের পরিচালনায় নতুন চলচ্চিত্র। ‘টেনেট’ ২০২০-এর ১৭ জুলাই মুক্তি পাবে। ভারতসহ বিশ্বের সাতটি দেশে চলচ্চিত্রটির চিত্রায়ন হবে। ধারণ করা হবে আইম্যাক্স এবং ৭০ মিলিমিটার ফিল্মে। ‘ডার্ক নাইট’ পরিচালক চলচ্চিত্রটি প্রযোজনা করছেন তার প্রযোজনা সঙ্গী এবং স্ত্রী এমা থমাসের সঙ্গে। এছাড়া চলচ্চিত্রটির চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন। ডিম্পলকে বলিউডের বিশাল বাজেটের ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’তে দেখা যাবে। ৪০০ থেকে ৫০০ কোটি রুপি বাজেটে নির্মীয়মাণ ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালনা করছেন অয়ন মুখার্জি: ফিল্মটিতে আরও অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন। ফ্যান্টাসি ফিল্মটি আগামী বছর মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ