প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কিছুদিন ধরে হলিউডে জোর গুজব চলছে ইন্ডিয়ানা জোন্সের ভূমিকায় ক্রিস প্র্যাট হ্যারিসন ফোর্ডের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। এমন গুজব ফোর্ডের কানে উঠবার পর তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে প্রতিক্রিয়ায় বলেছেন : “আর কেও ইন্ডিয়ানা জোন্স হবে না! বুঝতে পারছেন না? আমিই ইন্ডিয়ানা জোন্স। যেদিন আমি বিদায় নেব সেদিন সেও বিদায় নেবে। ব্যাপারটা এমনই সহজ।” “এমন সোজাসাপ্টাভাবেই ক্রিস পাইনকে অবস্থাটা বোঝাতে হবে। আমি দুঃখিত,” ৭৮ বছর বয়সী অভিনেতাটি হাসতে হাসতে বলেন এবং রসিকতা করে তিনি ক্রিস প্র্যাটকে ক্রিস পাইন বলে উল্লেখ করেন। ২০১৩ সালে ডিজনি ‘ইন্ডিয়ানা জোন্স’ কাহিনীর স্বত্ব প্যারামাউন্ট থেকে কিনে নেয় এরপর ২০১৫ থেকেই ক্রিস প্র্যাটকে ভূমিকাটির জন্য বিবেচনা করা হচ্ছে এমন গুজব চলছে। ‘অ্যাভেঞ্জার্স’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফ্র্যাঞ্চাইজ দুটিতে সফল অভিনয় করে ক্রিস প্র্যাট (৩৯) গত কয়েক বছরে অ্যাকশন তারকা হিসেব নিজের অবস্থান নিশ্চিত করেছেন, কিন্তু অচিরেই যে তিনি ইন্ডিয়ানা জোন্সের ভূমিকাটি গ্রহণ করতে পারবেন তা মনে হয় না। ফোর্ড ইন্ডিয়ানা জোন্সের চরিত্রে ‘রেইডার্স অফ দ্য লস্ট আর্ক’ (১৯৮১), ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম’ (১৯৮৪), ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ (১৯৮৯) এবং ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল’ (২০০৮) চলচ্চটিত্র চারটিতে অভিনয় করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।