Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইটভাটার ধোঁয়ায় হুমকির মুখে আবাদি ফসল

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

দুপচাঁচিয়া উপজেলা সদরের ধাপহাট নিমতলা একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় দেরশতাধীক জমির বোর ধান হুমকির মুখে পড়েছে।

জানা গেছে উপজেলার কাথহালি, ধাপ, ভাটাহার এলাকার কৃষকরা নির্ধারিত সময়ে বরো ধান চাষ করে। ধানগুলো তরতাজা হয়ে উঠেছে। অনেক জমির ধান এর ফলন ও বের হয়েছে। এরই মাঝে জমিগুলোর সংলগ্ন নিমতলা নামক স্থানে সেয়াম সালাউদ্দীন সায়েল এর মালিকানাধীন মেসার্স সিদ্দিক ব্রিক্সস থেকে মৌসুমের শেষ পর্যায়ে চিমনি দিয়ে বিষাক্ত ধোঁয়া উন্মুক্ত করে দেয়। এই বিষাক্ত ধোঁয়াগুলো ভাটা সংলগ্ন জমির বরো ধানের জমিতে লেগে ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক পাইকপাড়ার জাহের আলী, মুকুল, ফেরদৌস বিশ্বাস, রতন, ভাটাহারের আজাহার আলী, আব্দুল মতিন, চাঁনমিয়া, ইব্রাহিম আলী, মুক্তার হোসেন, দেলোয়ার হোসেন, কাথহালির আব্দুল মতিনসহ আরো অনেকেই জানান ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় তাদের বরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের পাতাগুলো প্রায় মরে গেছে। ফলন নিয়ে তারা চরম উদ্ব্যেগ উৎকন্ঠার মধ্যে রয়েছে একই সাথে তারা জানান ইটভাটার মালিক তাদেরকে ক্ষতি পূরনের আশ্বাস দিয়েছে। ক্ষতি পূরণ তারা আদৌ পাবে কি না। এ নিয়ে উৎকন্ঠায় ভুগছে।

এ ব্যাপারে ভাটার ম্যানেজার গোলাপ হোসেন ‘দৈনিক ইনকিলাবকে’ জানান ভাটার শেষ মৌসুমে চিমনির মুখ দিয়ে তাপমাত্রার সাথে বিষাক্ত কিছু ধোঁয়া বের হয়ে গেছে এতে আশে পাশে বরো ধানের জমির ধানের পাতার কিছুটা ক্ষতি হয়েছে। তবে ধীরে ধীরে তা আবার স্বাভাবিক হয়ে আসছে। এ ক্ষেত্রে ফলনের বড় ধরনের কোন আসংখা নেই বলেও তিনি জানান। তবে বেশ কিছু কৃষক ক্ষতির দাবি করলে আপসের মাধ্যমে বিষয়টি মিমাংসার প্রচেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ