Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এতিমদের সমাজে প্রতিষ্ঠা করা বিত্তবানদের দায়িত্ব

প্রফেসর ডা. মনিরুজ্জামান

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

নরসিংদীর বেসরকারি চিকিৎসক নেতৃবৃন্দ গত সোমবার সন্ধ্যায় শহরের স্টাইলাস রেস্টুরেন্টে এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বেসরকারি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ)’র প্রেসিডেন্ট প্রফেসর ডা. মনিরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিপিএম পি’র সেক্রেটারি জেনারেল ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. হেলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তৃতায় বিপিএমপি’র প্রেসিডেন্ট ডাক্তার মনিরুজ্জামান বলেছেন, এতিমরা সমাজের একটি বিশাল অংশ। কিন্তু তারা অবহেলিত। এতিমদের প্রতি সমাজের বিত্তবানদের উদাসীনতা ও অবহেলা সামাজিক ভারসাম্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। ভাগ্যবানরা এতিমদেরকে বছরে কিছু দান সদকা দিয়েই দায়সারা হয়ে যান। যার ফলে, তারা সমাজের মূল ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে বিপথগামী হয়ে যায়। সীমাহীন দুঃখ বেদনা আর যাতনা নিয়ে অন্ধকারে কাটে তাদের জীবন। অথচ এতিমদেরকে শিক্ষা-দীক্ষায় সমৃদ্ধ করে মানবিক মর্যাদায় সমাজে পুনর্বাসিত করা সমাজের প্রতিটি বিত্তবান মানুষের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব। চিকিৎসকরা সমাজের একটি উচ্চশ্রেণীর অবশ্যম্ভাবী অংশ। তারা এতিমদের প্রতি নেক নজর দিলে বহু সংখ্যক এতিমই সমাজে প্রতিষ্ঠিত হবার সুযোগ পাবে। এতে ডাক্তারদের ইহ ও পরকাল সুন্দর হবে। তিনি বলেন, চিকিৎসকরা এতিমদেরকে নিয়ে ইফতার করেন এটা তার প্রথম অভিজ্ঞতা। এতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করায় নরসিংদীর বিপিএমপিএ নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। মাহফিলে সভাপতিত্ব করেন, বিপিএমপিএ, নরসিংদীর প্রেসিডেন্ট, বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক কমল, অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক ডা. মো: সাজেদুল হক অপু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ