রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইন্দুরকানীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে খুন হল বড় ভাই। এ ঘটনায় ঘাতক ছোট ভাই সোলায়মানকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামের আ. ছালাম হাওলাদারের ছেলে ফোরকান (৩০) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ভাই সোলায়মান (২৮)কে একটি চর মারে। পরে দুই ভাই তাদের নির্মাণাধীন একটি নতুন কাঠের ঘরের পাঠাতনে ঘুমাতে যায়। বড় ভাই ফোরকান ঘুমিয়ে পড়লে ছোট ভাই সোলায়মান একটি শাবল দিয়ে তার মাথায় পর পর তিনটি আঘাত করে। এতে ফোরকানের মাথা ফেটে গুরুতর আহত হয়। এসময় তার চিৎকারে স্বজনরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইন্দুুরকানী থানা পুলিশ গতকাল মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খুনে অভিযুক্ত ছোট ভাই সোলায়মানকে আটক করেছে।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওযার ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত ফোরকানের বড় ভাই শাহীন জানান, আমার ছোট ভাই সোলায়মানের মাথায় সমস্যা আছে তাকে আমার ভাই ফোরকান ঔষধ খেতে বললে দুজনের মধ্যে কথারকাটাকাটি হয় ও তাকে একটি চর মারে। পরে রাতে সে শাবল নিয়ে ঘুমন্ত ভাই ফোরকানের উপর আঘাত করলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় পিরোজপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনানুগ ব্যবস্থা নিতে ইন্দুরকানী থানার ওসিকে নির্দেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।