Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরত পাঠানো হলো ভারতীয় নাগরিককে

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশেকারী ভারতীয় নাগরিক চরন সিংকে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে তাকে তুলে দেন। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর কারাগারে ২০ মাস কারাভোগ শেষে দু’দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে তার দেশ ভারতে পাঠানো হয়।
হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ভারতীয় নাগরীক চরন সিং ২০১৭ সালে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাকে আটক করে। পবে বিজিবি হাকিমপুর থানায় মামলা দিয়ে পুলিশ তাকে দিনাজপুর জেল হাজতে পাঠায়। ২০ মাস কারাভোগ শেষে আইনি প্রকৃয়ার মাধ্যমে তাকে তার দেশ ভারতে পাঠানো হয়েছে।

স্বদেশে ফেরত যাওয়া ভারতীয় নাগরীক চরন সিং ভারতের উত্তর প্রদেশের বারেইলী সাহেরা জেলার সাহোরা থানার ওমরবাড়ী গ্রামের রাম স্বরুপ সিং এর ছেলে।

 

হিলিতে ভিজিএফের চাল বিতরণ
ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিলিতে ৩ হাজার ৮১ জন দুঃস্থদের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আর এই চাল পেয়ে দুঃস্থরাও খুশি।

দিনাজপুরের হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন চাল বিতরণ অনুষ্টান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম, মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ