Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফরিনার চিকিৎসায় সাহায্যের আবেদন

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

পাঁচ বছরের শিশু আফরিনা। যে বয়সে খেলাধুলা আর লেখাপড়ায় মেতে ওঠার কথা সে বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানার চটফট করছে। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্স ইনস্টিটিউটের ডা. মো. রোকনুজ্জামান সেলিম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে জানিয়েছেন, আফরিনার হার্টের ছিদ্র। এতে অপারেশন জরুরি, এই চিকিৎসায় প্রায় সাড়ে ৫ লাখ টাকার প্রয়োজন।

যশোরের কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের দরিদ্র দিনমজুর আজিজুর রহমানের মেয়ে আফরিনার (৫)। খেটে খাওয়া আজিজুর রহমান জানান, আফরিনার বয়স যখন ২ তখন এ রোগ ধরা পড়ে। আমার ঘরের জমি ছাড়া কোন জমি নেই। পরের ক্ষেতে খেটেই সংসার চালাতে হয়। আফরিনার মা রেশমা খাতুন একমাত্র মেয়েকে বুকে জড়িয়ে সমাজের দানশীল ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছে। সন্তানের জীবন বাঁচানোর জন্য ভিটেবাড়ি বিক্রি করলেও অপারেশনের টাকা জোগাড় হবে না বলে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবা।

তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, হৃদয়বান, ধনবান ব্যাক্তিদের কাছে সন্তানের চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা
আজিজুর রহমান
হিসাব নং ২০৫০৩৮৮০২০০২৪৪৮০৬
ইসলামী ব্যাংক
কেশবপুর শাখা, যশোর।
মোবাইল ০১৯৮২৮৫৪৩৬৬ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ