Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিপদজ্জনক পর্যায়ে পৌঁছেছে-------খন্দকার মাহবুব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিপদজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, বেগম জিয়া এখন জাউ ভাত খেয়ে বেঁচে আছেন। গত এক সপ্তাহ যাবত খুবই অসুস্থ ঠিকমত খাবার খেতে পাচ্ছেন না। তার মুখে ঘাঁ হয়ে ফুলে গেছে। জিহ্বা নাড়াতে পারছেন না। তিনি শয্যাশায়ী। গতকাল (সোমবার) জাতীয় প্রেসক্লাবে কচুয়া উপজেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

শাহ মো. বোরহানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সুমনের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর এমেরিটাস ড. এমাজউদ্দীন আহমদ, আরও বক্তব্য রাখেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাতীয় স্বরণ মঞ্চ আহবায়ক প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক, ডিইউজে সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় জনতা-ফোরামের আহবায়ক ও ডিইউজে সদস্য- মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার প্রমূখ।
এমাজউদ্দীন আহমদ বলেন, জিয়াউর রহমান সৈনিক হিসেবেই তিনি এ জাতির জীবনে সবচেয়ে সঙ্কটাপূর্ণ সময়ে আবির্ভ‚ত হন। সৈনিক হিসেবেই তিনি সর্বপ্রথম রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন। পরিশেষে একটি ঘাতক গোষ্ঠির হাতে সৈনিক হিসেবেই শাহাদাত বরণ করেন। সভায় বরকত উল্লাহ বুলু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন- আপনি অন্যায়ভাবে গণতন্ত্রের মা কে রাজনৈতিক প্রতিহিংসায় জেলে বন্দি করে রেখেছেন। খালেদা জিয়াকে বন্ধি করে মিডনাইট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে চূড়ান্ত ভাবে সমাহিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ