Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কৃষির ঝুঁকি রাষ্ট্রকে নিতে হবে’

সেমিনারে বিশিষ্টজনদের অভিমত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

রাষ্ট্রকে খাদ্যে স্বয়ংস¤পূর্ণ করতে হলে রাষ্ট্রকে কৃষির ঝুঁকি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, বাংলাদেশে প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয়সহ নানা কারণে ফলন হ্রাস ও ন্যায্যমূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষক। কৃষি ও কৃষককে বাঁচাতে কৃষি কাজের যাবতীয় ঝুঁকি রাষ্ট্রকে নিতে হবে। এ ক্ষেত্রে কৃষিতে জাতীয় বাজেট, ভর্তুকি ও প্রণোদনা বাড়াতে হবে।

গতকাল জাতীয় প্রেসক্লাবে পবা ও বারসিক আয়োজিত ‘ধান ও কৃষি পণ্যের ন্যায্যমূল্য : সঙ্কট ও প্রস্তাবনা’- শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে ভারতীয় কৃষকদের বাঁচানোর চেষ্টায় সে দেশ থেকে ধান আমদানির বদলে দেশের কৃষক বাঁচাতে ১৬ দফা প্রস্তাবনা দেয়া হয়।
আলোচনায় বর্ষীয়ান রাজনীতিবিদ ও ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, কৃষকে বাঁচানো না গেলে দেশ বাঁচবে না; দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখা যাবে না। তিনি ধানসহ কৃষি পণ্যের ন্যায্যমূল্য ও কৃষির চলামান সঙ্কট নিরসনে সুনির্দিষ্ট কিছু কাজের কথা তুলে ধরে একটি কৃষকবান্ধব কৃষিনীতি দাবি তুলে ধরেন।
ধানসহ কৃষিপণ্যের একটি সুনির্দিষ্ট মূল্যতালিকা নির্ধারণ, ন্যায্যমূল্যে কৃষিপণ্য সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয়-বিক্রয়ের জন্য একটি সক্রিয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা, কৃষকের জন্য কৃষিকার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করা, প্রতিটি ইউনিয়নে ধানসহ কৃষিপণ্য মজুতকরণের শক্তিশালী ব্যবস্থা, কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ফড়িয়া, মহাজন, দালাল, মধ্যস্বত্বভোগীদের প্রতাপ ও খবরদারি বন্ধ করে আইনের আওতায় আনা, বিনা শর্তে কৃষিঋণ ও ভতুকি ও বিশেষ প্রণোদনা, কৃষিপণ্যের নানামুখী ব্যবহার ও ভ্যালু যুক্তকরণের জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ, দেশীয় কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার প্রবেশাধিকার ও রপ্তানির জন্য বিশেষ উদ্যোগ গ্রহণসহ ১৬ দফা প্রস্তাবনা দেয়া হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিকের সমন্বয়ক ও গবেষক পাভেল পার্থ। যেখানে চলমান সঙ্কট মোকাবেলার জন্য সুনির্দিষ্ট ১৬টি প্রস্তাব রাখা হয়েছে। পবা’র চেয়ারম্যান আবু নাসের খান-এর সভাপতিত্বে ও পবা’র সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল এর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন বারসিক-এর পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, বাংলাদেশ কনজিউমার এ্যাসোসিয়েশন প্রতিনিধি মহিউদ্দিন আহমমেদ, ডাবিøউবিবি-ট্রাস্ট-এর প্রোগ্রাম অফিসার সৈয়দ অন্যন্যা রহমান এবং রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষক বাবর আলী প্রমুখ। সারা দেশে কৃষিপণ্য মজুদের জন্য গুদাম ও কোল্ডস্টোরেজ বাবদ সুনির্দিষ্ট বরাদ্দ আসন্ন জাতীয় বাজেটে রাখার জোড় দাবি জানান পবা’র চেয়ারম্যান আবু নাসের খান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ