বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দাখিল করার অভিযোগে জাতীয় পার্টির সাবেক এমপি ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খান ও তার স্ত্রী ডা. আখতার জাহান উম্মে নাসিমা বেগমের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ রাজধানীর রমনা মডেল থানায় বাদি হয়ে পৃথক এ মামলাগুলো দায়ের করে।
দুদক সূত্রে জানা যায়, সাবেক এমপি ডা. কর্নেল (অব.) আবদুল কাদের দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে মোট ২৪ লাখ ৪২ হাজার ৭৭০ টাকার সম্পদ গোপন করে। এ ছাড়া ডা. কর্নেল (অব.) আবদুল কাদেরের স্ত্রী ডা. আখতার জাহান উম্মে নাসিমা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে ১৫ লাখ ৩৭ হাজার ৩০৬ টাকার সম্পদ গোপন করেন।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।